Advertisment

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ঋণের কিস্তি লাফিয়ে বাড়বে

আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ বাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
repo rate,reverse repo rate,RBI,shaktikanta da

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস

ফের বাড়ল রেপো রেট, ঋণ এখন আরও ব্যয়বহুল, বাড়বে EMI। টানা ষষ্ঠবারের মতো রেপো রেট বাড়ানোর পথে হাঁটল RBI রেপো রেট বাড়ানোর ফলে হোম লোনের ইএমআইয়ের পাশাপাশি গাড়ি ও পার্সোনাল লোনের কিস্তিও এখন থেকে বেশ খানিকটা বাড়বে।

Advertisment

আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ বাড়িয়েছে। টানা ষষ্ঠবারের মতো রেপো রেট বাড়ানোর পথে হাঁটল RBI, রেপো রেট ৬.২৫% থেকে ৬.৫০% করা হয়েছে। এর আগে তিন দিন ধরে চলে RBI-এর MPC-এর গুরুত্বপূর্ণ বৈঠক। তিন দিন ধরে চলা মানিটারি পলিসি কমিটির বৈঠক (MPC) বৈঠকের পর আরবিআই রেপো রেট বাড়ানোর ঘোষণা করেছে।

RBI রেপো রেট ০.২৫% বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে RBI-এর রেপো রেট ৬.২৫% থেকে বেড়ে ৬.৫০% শতাংশে পোঁছেছে। এর আগে, RBI অক্টোবর এবং গস্টেও রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে। মে মাসে অনুষ্ঠিত এমপিসি সভায়ও রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০% করা হয়েছিল। 

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আজ ঘোষণা করেছেন যে রেপো রেট ০..২৫ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে, রেপো রেট বেড়ে হয়েছে ৬.৫০ শতাংশ। শক্তিকান্ত দাস বলেছেন যে RBI -এর মানিটারি পলিসি কমিটির বৈঠক রেপো রেট বাড়ানোর পক্ষে সায় দেয় অধিকাংশ সদস্য। এবং তার পরে RBI রেপো রেট ০.২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। টানা ষষ্ঠবারের মত সুদের হার বাড়াল RBI। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মে ইতিমধ্যেই টানা ৫ বার রেপো রেট বাড়িয়েছে।

আরও পড়ুন: < দুর্ঘটনা নাকি হত্যা? সাংবাদিক মৃত্যু ঘিরে শোরগোল, মুখ্যমন্ত্রীকে চিঠি একাধিক সংবাদমাধ্যমের >

প্রভাব কি হবে

রেপো রেট বৃদ্ধির ফলে আপনার ঋণের EMI-এর পরিমাণ আগের তুলনায় আরও বাড়তে চলেছে এবং আপনার জন্য ঋণ এখন আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠবে। রেপো রেট বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর ঋণের হার বেড়ে যায়, যার প্রভাব পড়ে গ্রাহকদের ওপর।

আরবিআই-এর সিদ্ধান্তে হোম লোনের ইএমআই বাড়বে

RBI-এর এই সিদ্ধান্তে হোমলোনের ইএমআই বাড়বে। রেপো রেট বৃদ্ধির পরে, হোম লোনের ইএমআই পাশাপাশি গাড়ি এবং পার্সোনাল লোনও আরও ব্যয়বহুল হবে। ২০২২ সালের মে মাসে রেপো রেট ছিল ৪%, যা এখন বেড়ে ৬.৫০% হয়েছে। বিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন, গত তিন বছরে বিশ্বে সামগ্রিক পরিস্থিতির কারণে সারা বিশ্বের ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।

RBI Repo Rate
Advertisment