ইয়েস সংকট: ১৮ মার্চ থেকে উঠছে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা

এছাড়াও আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সঙ্কটাপন্ন এই বেসরকারি ব্যাঙ্কে সুরক্ষিত রয়েছে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট। 

এছাড়াও আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সঙ্কটাপন্ন এই বেসরকারি ব্যাঙ্কে সুরক্ষিত রয়েছে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট। 

author-image
IE Bangla Web Desk
New Update
rbi on yes bank crisis

দিল্লিতে নিজের দফতরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ছবি: তাশি তোবগিয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস

বুধবার, ১৮ মার্চ থেকে উঠে যাচ্ছে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা। একথা সোমবার জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস।

Advertisment

ইয়েস ব্যাঙ্ক সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক, একথাও বলেন তিনি। এছাড়াও আরবিআই-এর গভর্নর জানিয়েছেন, সঙ্কটাপন্ন এই বেসরকারি ব্যাঙ্কে সুরক্ষিত রয়েছে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট।

ইয়েস ব্যাঙ্ককে প্রয়োজনে নগদ আর্থিক সাহায্যও দিতে প্রস্তুত রিজার্ভ ব্যাঙ্ক, জানান শক্তিকান্তবাবু।

Advertisment

চলতি অর্থনৈতিক মন্দা এবং শেয়ার বাজারের পতনের প্রেক্ষিতে সুদের হার কমানো হতে পারে, এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে আরবিআই-এর গভর্নর জানান, এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি (monetary policy committee বা MPC), যা তারা তাদের আসন্ন বৈঠকে বিশ্ব অর্থনীতির উপর করোনাভাইরাসের প্রভাব বিবেচনা করার পর নেবে।

সবিস্তারে আসছে...