Advertisment

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে নয়া ফরমান আরবিআইয়ের

কীভাবে নতুন নোট পাবেন আপনি? পুরনো নোট বদল করার নিয়মই বা কী? তা নিয়েই নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
rbi, আরবিআই

নোট বদল নিয়ে নয়া নির্দেশিকা জারি করল আরবিআই। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

''দাদা, নোটটা চেঞ্জ করে দিন'', বাসের কন্ডাক্টরই হোক কিংবা কোনও বিক্রেতার মুখে এমন কথা প্রায়শই আমরা শুনি। এহেন নোট বদল নিয়ে রাস্তাঘাটে ঝামেলাও কম পোহাতে হয় না আম-আদমিকে। ''কেন নেবেন না বলুন তো এই নোট? ঠিকই তো আছে নোটটা, চালিয়ে নিন না প্লিজ'', এমন আর্জিও খুব পরিচিত। কিন্তু এই নোট বদল আমি-আপনি আর কত করবে? এবার এমন পরিস্থিতি এড়াতে নতুন নির্দেশিকা ঘোষণা করল আরবিআই। আপনার পকেটে যেসব নোটগুলো একেবারেই কড়কড়ে নয়। মানে, যে একশো টাকার নোটে ১০০ লেখাটা দেখতে গেলেই আপনার চোখকে কষ্ট করতে হবে কিংবা ২ হাজার টাকার নোটটা যেভাবে ছিঁড়েছে, তাতে তাপ্পি মেরেও কাজ হবে না বলে ভাবছেন, এবার সেসব নোট জমা দিন আর পেয়ে যান নতুন কড়কড়ে নোট।

Advertisment

হ্য়াঁ, পুরনো নোট যা ছিঁড়ে গেছে, বা ময়লা জমে দফারফা অবস্থা, সেক্ষেত্রে সেসব নোট আরবিআই অথবা ব্য়াঙ্কে জমা দিন আর পেয়ে যান নতুন নোট। কিন্তু কীভাবে নতুন নোট পাবেন আপনি? পুরনো নোট বদল করার নিয়মই বা কী? তা নিয়েই নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া।

rbi, আরবিআই আরবিআইয়ের নয়া ফরমান। ছবি:ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন, সোমবার ভারত বনধ, রবিবারেও বাড়ল জ্বালানির দাম

২০১৬ সালে নোট বাতিলের পর বাজারে এসেছে নতুন ২ হাজারের নোট। এছাড়াও বাজারে এসেছে, ২০০, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ টাকার নোট। প্রতিটি নোটের আবার সাইজ একেকরকম। নতুন নোটগুলির চেহারা যদি পাতে দেওয়ার মতো না হয়, মানে ধরুন ছিঁড়ে গেল বা কালি লেগে গেল, তবে তা বদল করার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল আরবিআই।

rbi, আরবিআই আরবিআইয়ের নয়া ফরমান। ছবি:ইন্ডিয়ান এক্সপ্রেস

ধরুন কোনও গ্রাহকের হাতে যে ২ হাজার নোট আছে, তার যদি ৮৮ বর্গ সিমি জায়গা অক্ষত অবস্থায় থাকে, তবে নোট বদল করলে পুরো ২ হাজার টাকাই পাবেন গ্রাহক। অন্য়দিকে, নোটটির ৪৪ বর্গ সিমি জায়গা যদি ঠিকঠাক থাকে, তবে নোট বদল করলে অর্ধেক টাকা ফেরত পাবেন গ্রাহক। প্রসঙ্গত, ২ হাজার টাকার নোট মোট ১০৯.৫৬ বর্গ সেমির হয়। ২০০ টাকার নোটের ক্ষেত্রে, ৮০ বর্গ সেমি জায়গা অক্ষত থাকলে, পুরো টাকা ফেরত পাবেন গ্রাহকরা। অন্য়দিকে, ২০০ টাকার নোটের ৪০ বর্গ সিমি জায়গা ঠিক থাকলে অর্ধেক টাকা ফেরত পাবেন গ্রাহকরা।

national news RBI
Advertisment