আর্থিক মন্দা! জুলাই-সেপ্টেম্বরে জিডিপি সংকোচন ৮.৬ শতাংশ, অনুমান আরবিআই-এর

ইতিহাসে এই প্রথমবার ভারতীয় অর্থনীতিতে মন্দা গ্রাস করতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিহাসে এই প্রথমবার ভারতীয় অর্থনীতিতে মন্দা গ্রাস করতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Recession, মন্দা

প্রতীকী ছবি।

করোনার ধাক্কায় দেশের অর্থনীতি কার্যত তলানিতে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-তে বড়সড় ধস নেমেছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হবে বলে মনে করছে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, ইতিহাসে এই প্রথমবার ভারতীয় অর্থনীতিতে মন্দা গ্রাস করতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

স্ট্য়াটেস্টিক্স অ্য়ান্ড প্রোগ্রাম ইমপ্লিমিন্টেশন মন্ত্রকের তরফে পরিসংখ্য়ান প্রকাশ করে জানানো হয়েছিল, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে। সেই ধাক্কার পর চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় ব্য়াঙ্কের ধারণা, জিডিপি সংকোচন হতে পারে ৮.৬ শতাংশ।

আরও পড়ুন: নোটবন্দির চার বছরে বেড়েছে অর্থের মূল্য, যা সর্বকালের সর্বোচ্চ

Advertisment

অর্থনীতিতে পরপর দু’বার বা তারও বেশি ত্রৈমাসিকে যখন জিডিপির হার পড়ে যায়, তখন তাকে মন্দা বলে বর্ণনা করা হয়। সেই অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে যদি আরবিআই-এর অনুমান সত্য় হয়, তাহলে টেকনিক্য়ালি দেশে আর্থিক মন্দার সম্ভাবনা থাকছে।

গত মাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনাভাইরাসের জেরে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চলতি অর্থবছরে ভারতের জিডিপি ৯.৫ শতাংশ কমে যাবে। তাঁর কথায়, প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি সংকোচন আমাদের পিছিয়ে দিয়েছে। তবে জিডিপি বৃদ্ধি পেলে ফের আগের অবস্থানে ফিরবে অর্থনীতি। চলতি অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে ইতিবাচক অবস্থানে ফিরতে পারে দেশের আর্থিক ক্ষেত্র।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

business