New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/insurence.jpg)
এবার থেকে জীবন বিমা সংস্থাকে গ্রাহকের কাছ থেকে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক কিস্তিতে প্রিমিয়াম নেওয়ার অনুমতি দিল দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)। এতদিন বার্ষিক হিসেবেই জমা দেওয়া যেত প্রিমিয়াম।
Advertisment
সম্প্রতি এক সার্কুলার জারি করে আইআরডিএআই-এর তরফে সমস্ত জীবন বিমা সংস্থার সিইওকে চিঠি পাঠিয়ে এই বিষয়ে অবগত করা হয়েছে। এতদিন জীবন বিমা করানোর সর্বোচ্চ বয়স ছিল ৬৫ বছর। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট বিমা সংস্থা চাইলেই জীবন বিমার আওতায় আসার সর্বোচ্চ বয়স ৬৫ বছরের বেশি করতে পারে।
আরও পড়ুন, এবার একটা কার্ডেই ভোটার আইডি-পাসপোর্ট-আধার সবকিছু, প্রস্তাব শাহের
Advertisment
Read the full story in English