Advertisment

বেতন নিচ্ছেন না মুকেশ আম্বানি, সংস্থার অধিকাংশ কর্মীর মাস মাইনেয় কাট ছাঁট

রিলায়েন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আমাদের হাইড্রো কার্বন ব্যবসা যথেষ্ট মার খাচ্ছে বর্তমান পরিস্থিতিতে"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা লকডাউনের জেরে দেশের অর্থনীতির টালমাটাল পরিস্থিতি। অধিকাংশ বেসরকারি সংস্থার কর্মীদের বেতন ছাঁটার খবর শিরোনামে আসছে প্রায়শই। এবার খবরে সবচেয়ে বড় বেসরকারি সংস্থা রিলায়েন্স। সংস্থার অধিকাংশ কর্মীদের ১০ থেকে ৫০ শতাংশ বেতন ছাঁটা হচ্ছে। সংস্থার মালিক, ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানিও মাসের বেতন নিচ্ছেন না।

Advertisment

কর্মীদের বোনাস, এবং ইনসেন্টিভ দেওয়া হয় প্রথম ত্রৈমাসিকে। সেসবই পিছিয়ে দেওয়া হয়েছে লকডাউনের জেরে।

২৫ মার্চ থেকেই সারা দেশ জুড়ে লকডাউন জারি হওয়ায় স্কুল, কলেজ, অফিস, কারখানা, পরিবহণ সব বন্ধ। কার্যত থমকে গিয়েছে দেশের অর্থনীতি। তেল এবং পেট্রো কেমিক্যালের চাহিদা কমায় ভালো রকম ব্যবসা মার খাচ্ছে রিলায়েন্সের। বেতন ছাটাইয়ের খবর ইতিমধ্যে সংস্থার কর্মীদের মেল করে জানানো হয়েছে।

আরও পড়ুন, ৪ শতাংশ অপূরণীয় ক্ষতির মুখে দেশের জিডিপি, সতর্ক করল ক্রাইসিল

রিলায়েন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আমাদের হাইড্রো কার্বন ব্যবসা যথেষ্ট মার খাচ্ছে বর্তমান পরিস্থিতিতে"।

মুকেশ আম্বানি তাঁর মাসিক বেতন ১৫ কোটি টাকার একাংশও নেবেন না বলেই জানা গিয়েছে। এছাড়া সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর, একজিকিউটিভ কমিটির সদস্য, উচ্চ পদস্থ আধিকারিকদের বেতনের ৩০ থেকে ৫০ শতাংশ কাটা হবে বলে জানা গিয়েছে। বার্ষিক ১৫ লক্ষ টাকার কম বেতনের কর্মীদের অবশ্য বেতন কাটা হবে না। ১৫ লক্ষের বেশি বার্ষিক আয় হলে বেতনের ১০ শতাংশ কাটা হবে।

Read the full story in English

Reliance Mukesh Ambani
Advertisment