দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই একই মাসে পরপর দু'বার কমিয়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্কে ধারণা বরাবরই কম বাঙালির। অন্যদিকে আবার প্রায় সরকারি তকমা লেগেই গিয়েছে স্টেট ব্যাঙ্কের ওপর। মধ্য এবং নিম্নবিত্ত দেশবাসী বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকেও বেশি ভরসা করে এই ব্যাঙ্ক কেই। তাহলে এখন উপায়?অনেকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে যাওয়ায় বিকল্প খুঁজছেন রেকারিং ডিপোজিট বা আরডিতে। তবে আরডিতেও সুদের হার কমেছে ২৬ অগাস্ট থেকে।
দেখে নেওয়া যাক রেকারিং ডিপোজিটে কত শতাংশ সুদ দিচ্ছে এসবিআই
৬.২৫ শতাংশ থেকে ৬.৭০ শতাংশের মধ্যে রয়েছে বর্তমান আরডি-র সুদের হার। প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেশি রয়েছে। ১২ মাস থেকে ২০ মাস, এই হল, রেকারিং ডিপোজিটের সময়কাল।
আরও পড়ুন, ডেবিট কার্ড বাতিলের পথে এসবিআই, আপামর ভারতবাসীর কপালে ভাঁজ
১ বছর থেকে ২ বছরের কম সময়ের আরডি তে সূদের হার
বাকিদের জন্য ৬.৭০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.২০ শতাংশ (১০ বেসিস পয়েন্ট কমেছে)
২ বছর থেকে ৩ বছরের কম সময়ের আরডি-তে সুদের হার
বাকিদের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ (২০ বেসিস পয়েন্ট কমেছে)
৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের আরডি-তে সুদের হার
বাকিদের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ (৩৫ বেসিস পয়েন্ট কমেছে)
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত সময়ের আরডি-তে সুদের হার
বাকিদের ক্ষেত্রে ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ
ন্যূনতম মাসিক ১০০ টাকা দিয়েই এসবিআই তে রেকারিং ডিপোজিট খোলা যায়। মনে রাখতে হবে, আপনার রেকারিং যে সময় খোলা হয়েছিল, তখনকার সুদের হারই ম্যাচিউরিটি পর্যন্ত কার্যকর হবে। নতুন সুদের হার লাগু হবে না।