Advertisment

রেকর্ড পতন টাকার দামের, ডলারের তুলনায় আরও কমল রুপির দাম

দিন দিন আন্তর্জাতিক বাজারে কমেই চলেছে টাকার দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
rupee, US Dollar, Indian rupee all time low, Indian rupee, Dollar rupee, Indian Express, Indian Express news

ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন

রেকর্ড পতন টাকার দামের। ডলারের তুলনায় আরও পড়ল ভারতীয় মুদ্রা। সোমবার শেয়ার বাজার খোলার পর ৩৬ পয়সা কমে ডলারের তুলনায় টাকার দাম। এক ডলার এখন ৭৮.২৯ টাকা দাম। মার্কিন মুদ্রার দাম আরও বাড়ল আন্তর্জাতিক বাজারে। সেই তুলনায় ভারতীয় মুদ্রার দাম অনেকটাই কমল আন্তর্জাতিক বাজারে।

Advertisment

বিদেশি মুদ্রার ব্যবসায়ীরা বলছেন, এশিয়ার দেশগুলির মুদ্রা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আন্তঃব্যাঙ্ক বিদেশি এক্সচেঞ্জে এদিন ডলারের দাম প্রথমে ছিল ৭৮.২০ টাকা। তার পর আরও দাম পড়ে তা গিয়ে দাঁড়ায় ৭৮.২৯ টাকা। যা রেকর্ড পতনের সমান। গতবারের থেকে ৩৬ পয়সা পড়েছে দাম।

গত শুক্রবার ডলারের তুলনায় টাকার দাম ১৯ পয়সা কমে। এক ডলারের দাম গিয়ে দাঁড়ায় ৭৭.৯৩ টাকা। ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজরির প্রধান অনিল কুমার বনশালি বলেছেন, এশিয়া এবং ইউরোপের মুদ্রা দুর্বল হয়ে পড়ায় ভারতীয় মুদ্রার দাম দিন দিন পতন হচ্ছে। ডলারের দাম ৭৮ টাকা থেকে শুরু হচ্ছে।

আরও পড়ুন ডলারের তুলনায় রেকর্ড পতন, আরও কমল টাকার দাম

যদিও রিজার্ভ ব্যাঙ্ক আশ্বাস দিয়েছে, ৭৭.৭০ টাকার নীচে নামবে না। আরও কয়েকদিন পর ব্যাপারটা স্পষ্ট হবে টাকার দাম কোথায় গিয়ে দাঁড়ায়।

এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১.৪৬ শতাংশ কমেছে। এখন ব্যারেল প্রতি ক্রুড ওয়েল ১২০.২৩ মার্কিন ডলার।

Indian Rupee US Doller
Advertisment