গত কয়েকদিন ধরে রোজ পড়ছে টাকার দাম। শুক্রবার সকালে টাকার দাম পড়ে দাঁড়াল ডলার পিছু ৭১ টাকা। টাকার দামের পতনে সাম্প্রতিক রেকর্ড এটাই। এদিন সকালে বাজার খোলার সময় ভারতীয় টাকার দাম ছিল ৭০.৯৫। খুব শিগগির কমে ৭১ এ নেমে আসে তা।
বুধবার বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৭০.৭৪ টাকা। একদিনের মধ্যে ৭০.৭৪ থেকে ২৬ পয়সা কমে টাকার দাম এসে দাঁড়াল মার্কিন ডলার পিছু ৭১ টাকা।
আরও পড়ুন, ডিজেলের দাম বেড়ে রেকর্ড ছুঁল, পিছিয়ে নেই পেট্রোলও
টাকার দামের ক্রমাগত পতনে চিন্তিত দেশের অর্থনীতিবিদরা। অধিকাংশের বিশ্লেষণ বলছে, মাসের শেষে একদিনে যেমন মার্কিন ডলারের চাহিদা বাড়ছে, অন্যদিকে অপরিশোধিত তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে। স্বভাবতই ভারতের তেল পরিশোধনকারী সংস্থাকে আন্তর্জাতিক বাজার থেকে মার্কিন ডলারের বিনিময়েই কিনতে হচ্ছে তেল। টাকার দাম পড়ে যাওয়ার পেছনে রয়েছে এইসব কারণ।
ফরেন এক্সচেঞ্জ ডিলাররাও বলছেন, মাসের শেষে মার্কিন ডলারের চাহিদা এমনিতেই বাড়ে। এই সময় বিদেশ থেকে মার্কিন ডলারের বিনিময়ে তেল কিনতে হয় বিভিন্ন সংস্থাকে। এছাড়া চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার ফলে তারও ছাপ পড়ছে আন্তর্জাতিক বাজারে। আশঙ্কা করা হচ্ছে, টাকার দাম কমার ফলস্বরূপ ভারতীয় ব্যাঙ্কগুলো বাড়াতে পারে ঋণের ওপর সুদের হার।
এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে ভারতীয় টাকার দামই সবচেয়ে বেশি পড়েছে। পতনের হার ৯.৯০ শতাংশ। চলতি মাসেই টাকার দাম পড়েছে ৩.৩০ শতাংশ।