Advertisment

করোনা আবহে মার্কিন ডলারের নিরিখে আরও পড়ল টাকার দাম

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে টাকা খাটানোর প্রবণতা কমছে ঝুঁকির ভয়ে। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত আর্থিক সংকট চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা আতঙ্কের মধ্যে দেশে ক্রমশ নিম্নমুখী টাকা। মার্কিন ডলারের তুলনায় ফের পড়ল টাকার দাম। লকডাউনের জেরে এখন শেয়ার বাজারে ধস নেমেছে ৷ টাকার দামে লাগাতার পতন লেগেই রয়েছে ৷ শুক্রবার মার্কিন ডলারের তুলনায় টাকার দর আরও ১৫ পয়সা পড়েছে ৷ এক মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াল ৭৬.৪৩ টাকা ৷

Advertisment

দেড় মাসেরও বেশি সময় ধরে টাকার দামে এই লাগাতার পতন দেখা যাচ্ছে। আগামী দিনে টাকার দামে আরও পতন হতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। করোনা আতঙ্কে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে ৷ করোনার প্রভাবে কার্যত ধুঁকছে বিশ্ব অর্থনীতি। শেয়ারবাজারেও লেগে রয়েছে লাগাতার পতন। সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলেছেন এই সংক্রমণ জারি থাকলে চলতি সপ্তাহে আরও কমতে পারে টাকার দাম।

আরও পড়ুন, এইচডিএফসি ব্যাঙ্কের ১ শতাংশ শেয়ার কিনল চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে টাকা খাটানোর প্রবণতা কমছে ঝুঁকির ভয়ে। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত আর্থিক সংকট চলছে। সারা দুনিয়া জুড়ে এই মুহূর্তে করোনার শিকার হয়েছে ১ লক্ষ ১৫ হাজার মানুষ। মৃতের সংখ্যা ভারতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার  ছাড়িয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment