Advertisment

করোনা আবহে ফের পড়ল টাকার দাম

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে টাকা খাটানোর প্রবণতা কমছে ঝুঁকির ভয়ে। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত আর্থিক সংকট চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা আতঙ্কের মধ্যে দেশে ক্রমশ নিম্নমুখী টাকা। মার্কিন ডলারের তুলনায় ফের পড়ল টাকার দাম। লকডাউনের জেরে এখন শেয়ার বাজারে ধস নেমেছে ৷ টাকার দামে লাগাতার পতন লেগেই রয়েছে ৷ শুক্রবার মার্কিন ডলারের তুলনায় টাকার দর আরও ৪৮ পয়সা পড়েছে ৷ এক মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াল ৭৬.০৮ টাকা ৷

Advertisment

একমাসেরও বেশি সময় ধরে টাকার দামে এই লাগাতার পতন দেখা যাচ্ছে। আগামী দিনে টাকার দামে আরও পতন হতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। করোনা আতঙ্কে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে ৷ করোনার প্রভাবে কার্যত ধুঁকছে বিশ্ব অর্থনীতি। শেয়ারবাজারেও লেগে রয়েছে লাগাতার পতন। সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলেছেন এই সংক্রমণ জারি থাকলে চলতি সপ্তাহে আরও কমতে পারে টাকার দাম। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম টাকার দামে এত বড় পতন লক্ষ্য করা গেল বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে টাকা খাটানোর প্রবণতা কমছে ঝুঁকির ভয়ে। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত আর্থিক সংকট চলছে। সারা দুনিয়া জুড়ে এই মুহূর্তে করোনার শিকার হয়েছে ৮ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ৪৮ হাজার  ছাড়িয়েছে।

বৃহস্পতিবারও ভারতীয় স্টক মার্কেটের পতন অব্যাহত। সকাল দশটা নাগাদ সেনসেক্সের সূচক ৪৮ পয়েন্ট  ২৭,৯১১ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। একই ছবি নিফটির ক্ষেত্রেও। ৬০০ পয়েন্ট কমে গিয়ে নিফটি এসে থামে ৮৮৩৫.৫৫তে।  লগ্নিকারীরা লগ্নি করতে ভয় পাচ্ছেন বলেই এই হাল বলেই জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কবে শেয়ার বাজারের স্থিতাবস্থা আসবে তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা।

coronavirus indian economy
Advertisment