ফের বিদেশি বিনিয়োগে লক্ষ্মীলাভ রিলায়েন্সের। এবার রিলায়েন্স রিটেলে বেশ বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে জানান হয় সাড়ে ৯ হাজার কোটিরও বেশি টাকা লগ্নি করে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়ালেন্স রিটেলের ২.০৪ শতাংশ শেয়ার কিনতে চলেছে।
রিটেলের আগে জিওতেও বিনিয়োগ করেছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। মুকেশ আম্বানির সংস্থায় ২.২৩ শতাংশ অংশিদারিত্ব রয়েছে তাদের। রিলায়েন্স সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এটি "ভারতের গতিশীল অর্থনীতি এবং প্রতিশ্রুতিশীল খুচরো বাজার বিভাগে পিআইএফ-এর উপস্থিতিকে আরও জোরদার করবে"।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই জিও-তে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করে ২.৩২ শতাংশ শেয়ার কেনে সৌদি সরকার।
পিআইএফ-এর এই বিনিয়োগ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, "আমি পিআইএফকে রিলায়েন্স রিটেইলে এক মূল্যবান অংশীদার হিসাবে স্বাগত জানাই। তাদের নিরবচ্ছিন্ন সমর্থন ও দিকনির্দেশের প্রত্যাশায় রয়েছি। যাতে এ দেশের ১৩০ কোটি মানুষ এবং লক্ষ লক্ষ খুচরো বিক্রেতা আরও সমৃদ্ধ হন।"
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন