দেশ জুড়ে ডেবিট কার্ড বাতিল করার কথা ভাবছে দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। সম্প্রতি এ কথা জানিয়েছেন ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার নিজেই। এই খবর শোনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। দুশ্চিন্তায় রয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। ডিজিটাল পেমেন্টের ওপর জোর দিতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্ক থেকে টাকা তোলার হয়রানি থেকে দেশের নাগরিকদের মুক্তি দিতে ব্যাঙ্কিং পরিষেবায় এক বিপ্লব এনেছিল এটিএম কার্ড বা ডেবিট কার্ড। মোদী সরকারের বিমুদ্রাকরণের সিদ্ধান্তের পর বাজারে অগুন্তি পেমেন্ট অ্যাপ এলেই ডেবিট কার্ডের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। এই অবস্থায় রাতারাতি ডেবিট কার্ড উঠে যাওয়ার সম্ভাবনার কথা শুনে এসবিআই গ্রাহকদের কপালে ভাঁজ পড়েছে।
আরও পড়ুন, উৎসবের মরশুমে বাড়ি-গাড়ির ঋণে বিপুল ছাড় দিচ্ছে স্টেট ব্যাঙ্ক
ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির) যৌথ উদ্যোগে বার্ষিক ‘ফাইব্যাক’-এর মঞ্চে সোমবার মুম্বইয়ে এ বছরের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার। সেখানে তিনি বলেন, " আমরা ডেবিট কার্ড তুলে দেওয়ার কথা ভাবছি, এবং আমরা নিশ্চিত যে সেটা তুলে দিতে পারব"।
আগামী পাঁচ বছরে পকেটে ডেবিট কার্ড রাখার প্রয়োজনই পড়বে না বলে জানিয়েছেন চেয়ারম্যান কুমার। এই ইঙ্গিত থেকে অবশ্য এটা স্পষ্ট, বিমুদ্রাকরণের মতো রাতারাতি তা হবে না, বরং বেশ কয়েক বছর ধরে ক্রমশ ডেবিট কার্ডের ব্যবহার কমিয়ে আনার ওপরেই জোর দিতে চাইছে ব্যাঙ্ক।
ডেবিট কার্ডের বিকল্প হিসেবে এসবিআই এর ইয়োনো পরিষেবার ওপর জোর দিতে চাইছে স্টেট ব্যাঙ্ক। কার্ডলেস লেনদেনের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হল ইয়োনো, এটি পুরোপুরি মোবাইল ভিত্তিক পরিষেবা। কোনও রকম কার্ডের প্রয়োজন হয় না।