Advertisment

এক মাসে দু'বার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই

৭দিন থেকে ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাল এসবিআই। আজ অর্থাৎ ১০ মার্চ থেকেই কার্যকর হচ্ছে পরিবর্তিত সুদের হার।

author-image
IE Bangla Web Desk
New Update
state bank of india

প্রতীকী ছবি

শেষ কয়েক মাস ধরেই ক্রমাগত স্থায়ী আমানতে সুদের হার কমাচ্ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১১ মার্চ ফের আরেকবার সুদের হার কমাল দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হারে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ৭দিন থেকে ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাল এসবিআই। আজ অর্থাৎ ১০ মার্চ থেকেই কার্যকর হচ্ছে পরিবর্তিত সুদের হার।

Advertisment

আরও পড়ুন, প্যান কার্ড কোন কোন ট্রানজাকশনে বাধ্যতামূলক?

এক নজরে দেখে নেওয়া যাক এসবিআই এফডি-র পরিবর্তিত সুদের হার (২ কোটি টাকার কম)

৭ থেকে ৪৫ দিনের এফডি-র জন্য সুদের হার ৪ শতাংশ  (এতদিন ছিল ৪.৫০ শতাংশ)

৪৬ থেকে ১৭৯ দিনের এফডি-র জন্য সুদের হার ৫ শতাংশ  (পরিবর্তিত)

১৮০ থেকে ২১০ দিনের এফডি-র জন্য সুদের হার ৫.৫০ শতাংশ  (অপরিবর্তিত)

২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৫০ শতাংশ  (পরিবর্তিত)

১ বছর থেকে ২ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ (এতদিন ছিল ৬ শতাংশ)

২ বছর থেকে ৩ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ  (এতদিন ছিল ৬ শতাংশ)

৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ  (এতদিন ছিল ৬ শতাংশ)

৫ বছর থেকে ১০ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ  (এতদিন ছিল ৬ শতাংশ)

প্রবীণ নাগরিকদের জন্য সব ক্ষেত্রে সুদের হার ০.৫ শতাংশ বেশি

sbi state bank of india
Advertisment