শেষ কয়েক মাস ধরেই ক্রমাগত স্থায়ী আমানতে সুদের হার কমাচ্ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার সেভিংস অ্যাকাউন্টেও সুদের হার কমাল দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত সপ্তাহেই রেপো রেট (১৩৫ বেসিস পয়েন্ট) কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জেরেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর এই সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এত দিন পর্যন্ত সেভিংস ব্যাঙ্কে এক লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে তার উপর ৩.৫ শতাংশ হারে সুদ দিত এসবিআই। বুধবার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবর্তিত সুদের হার ৩.২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিল এসবিআই। ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।
আরও পড়ুন, এসবিআই থেকে টাকা তোলার আগে যে সব তথ্য জেনে রাখা খুব জরুরি
অন্য দিকে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে এক বছর থেকে দু’বছরের মেয়াদের ক্ষেত্রেই সুদের হার কমিয়েছে এসবিআই। এ ক্ষেত্রে বর্তমান সুদের হার ছিল ৬.৫ শতাংশ। সেটা ১০ বেসিস পয়ন্ট কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্যও ৭ শতাংশ থেকে কমিয়ে সুদের হার করা হয়েছে ৬.৯ শতাংশ। আগামী বৃহস্পতিবার থেকেই ধার্য হবে নতুন সুদের হার।