উৎসবের মরশুমে বাড়ি-গাড়ির ঋণে বিপুল ছাড় দিচ্ছে স্টেট ব্যাঙ্ক

যারা এসবিআই এর ইয়োনো বা এসবিআই অনলাইন ওয়েবসাইট থেকে নতুন গাড়ির ঋণের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সুদের হারে ২৫ বিপিএস ছাড় দেওয়া হচ্ছে।

যারা এসবিআই এর ইয়োনো বা এসবিআই অনলাইন ওয়েবসাইট থেকে নতুন গাড়ির ঋণের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সুদের হারে ২৫ বিপিএস ছাড় দেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
SBI Net Banking Update, Lock/Unlock Feature of SBI Net Banking

স্টেট ব্যাঙ্ক নিয়োগ

আসন্ন দুর্গা পুজো, দীপাবলির কথা মাথায় রেখেই বাড়ি-গাড়ি-ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বিপুল ছাড়ের কথা ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও একই পথে হাঁটতে পারে। কোনও ক্ষেত্রে প্রসেসিং ফিও মুকুব করা হচ্ছে।

এসবিআই গাড়ি ঋণ

Advertisment

উৎসবের মরশুমে এসবিআই কার লোনে প্রসেসিং ফি মুকুব করা হয়েছে। সূদের হার শুরু হচ্ছে ৮.৭ শতাংশ থেকে। যারা এসবিআই এর ইয়োনো বা এসবিআই অনলাইন ওয়েবসাইট থেকে নতুন গাড়ির ঋণের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সুদের হারে ২৫ বিপিএস ছাড় দেওয়া হচ্ছে। বেতনভোগীদের জন্য গাড়ির দামের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে স্তেত স্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

এসবিআই ব্যক্তিগত ঋণ

ব্যক্তিগত ঋণ নিলে সুদের হার শুরু হচ্ছে ১০.৭৫ শতাংশ থেকে। সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নেওয়া যেতে পারে। বেশি সময়ের জন্য রিন নিলে এএমআই-এর পরিমাণ কমে কিন্তু সুদের হার বেড়ে যায়। এসবিআই তে যাদের স্যালারি অ্যাকাউন্ট, তাঁরা ইয়োনো -র মাধ্যমে প্রি অ্যাপ্রুভড ডিজিটাল লোন পেতে পারে ৫ লক্ষ তাকা পর্যন্ত।

Advertisment

দেশের মধ্যে এবং বিদেশে এডুকেশন লোন সর্বোচ্চ নেওয়া যেতে পারে ৫০ লক্ষ টাকা এবং ১ কোটি টাকা যথাক্রমে। সেক্ষেত্রে সুদের পরিমাণ শুরু হচ্ছে ৮.২৫ শতাংশ থেকে।

এসবিআই গৃহঋণ

এসবিআই সম্প্রতি এমসিএলআর কমিয়েছে ১৫ বেসিস পয়েন্ট। এর ফলে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ২০১৯ এর এপ্রিল মাস থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমেছে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ৮.০৫ শতাংশ হারে সবচেয়ে সস্তায় গৃহ ঋণ (আরএলএলআর) দেবে।

sbi