Advertisment

জালিয়াতির ফাঁদে পা দেবেন না, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক

অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকের কাছে অচেনা নম্বর থেকে ফোন আসছে। নানা ছলে জেনে নেওয়া হচ্ছে গ্রাহকের এটিএম কার্ড অথবা ইন্টারনেটব্যাঙ্কিং-এর পাসোয়ার্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
state bank of india

দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় জালিয়াতি থেকে সতর্ক থাকার বিজ্ঞপ্তি জারি করল। বিশেষ করে অনলাইন ট্রাঞ্জাকশনের ক্ষেত্রে সমস্ত গ্রাহককে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি বেশ কিছু ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটে যাওয়ায় নতুন করে সতর্কতা জারি করল স্টেট ব্যাঙ্ক।

Advertisment
সারা দেশ জুড়েই আর্থিক জালিয়াতির বেশ কিছু ঘটনা ঘটছে এসবিআই-তে। কলকাতার সল্টলেকের একটি শাখায় গত একমাসে কয়েক লক্ষ টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকের কাছে অচেনা নম্বর থেকে ফোন আসছে। নানা ছলে জেনে নেওয়া হচ্ছে গ্রাহকের এটিএম কার্ড অথবা ইন্টারনেটব্যাঙ্কিং-এর পাসোয়ার্ড।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, গ্রাহকদের কী করণীয়, তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
কী করবেন
বিশ্বস্ত অথবা সকলে চেনে এমন ব্রাইজার ব্যবহার করুন
‘https’ রয়েছে এমন ওয়েবসাইট ব্যবহার করুন অনলাইন টাকা দেওয়ার ক্ষেত্রে
আপনার চেনা কাউকেই টাকা পাঠাবেন
ডেবিট কার্ডে ট্রাঞ্জাকশনের সময় কত টাকা লাগছে যাচাই করে নিন
কী করবেন না
পাবলিক ডিভাইসের মাধ্যমে লেনদেন করবেন না
পাসোয়ার্ড, ওটিপি, পিন, সিভিভি, ইউপিআই ইত্যাদি কাউকেই বলবেন না
নিজের মোবাইল ফোনে ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য স্টোর করবেন না
ডেবিট অথবা ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনও তথ্য কাউকে বলবেন না
এছাড়া সোশাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বাড়াবেন না। নিজেকে ব্যাঙ্কের আধিকারিক বলে অনেকেই দাবি করেন। অনলাইন জিজ্ঞাসাবাদের জন্য এসবিআই এর অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে। সেখানে আপনার যাবতীয় অভিযোগ জানাতে পারেন।
sbi
Advertisment