Advertisment

অনুৎপাদক সম্পদের বোঝায় জর্জরিত স্টেট ব্যাঙ্ক, বিপুল লোকসানের আশঙ্কা

সাধারণত, ব্যাঙ্ক নিজেদের লাভ দেখাতে বাজে ঋণের ভারে নুইয়ে থাকলেও  অনুৎপাদক সম্পদের পরিমাণ লুকিয়ে রাখতে চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sbi jobs 2020, sbi clerk

দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই নুইয়ে রয়েছে অতিরিক্ত ১১ হাজার ৯৩২ কোটি টাকার অনুৎপাদক সম্পদ (এনপিএ)-এর বোঝায়। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক এই হিসেব দিয়েছে। এই অর্থবর্ষে এসবিআই-এর ৬ হাজার ৯৬৮ কোটি টাকার লোকসান হতে পারে বলে জানিয়েছে আরবিআই।

Advertisment

রিজার্ভ ব্যাঙ্কের ঝুঁকি পরিমাপক রিপোর্ট বলছে ২০১৮-১৯ অর্থবর্ষে ১১ হাজার ৯৩২ কোটি টাকার অতিরিক্ত অনুৎপাদক সম্পদের বোঝায় জর্জরিত হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৬৮২ কোটি টাকা। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এনপিএ-র পরিমাণ ১ লক্ষ ৭২ হাজার ৭৫০ কোটি টাকা। নেট এনপিএ-র হিসেবের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং এসবিআই-এর দেওয়া হিসেবের মধ্যে ফারাক রয়েছে। স্টেট ব্যাঙ্কের নেট অনুৎপাদক সম্পদের পরিমাণ আরবিআই-এর হিসেব অনুযায়ী ৭৭ হাজার ৮২৭ কোটি টাকা। এসবিআই-এর হিসেব বলছে সেই সম্পদের পরিমাণ ৬৫ হাজার ৮৯৫ কোটি টাকা। সব মিলিয়ে গত অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক ৮৬২ কোটি টাকার লাভ হয়েছে বলে দাবি করেছে। অথচ আরবিআই-এর হিসেব বলছে লাভ নয়, বরং ৯৬৮ কোটি টাকার লোকসান হয়েছে ব্যাঙ্কের।

আরও পড়ুন, শেষ ৬ মাসে ১৪ হাজার কোটি টাকার লাভ করেছে এলআইসি

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অবশ্য দাবি করেছে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এনপিএ-র পরিমাণ কমিয়েছে ব্যাঙ্ক। অন্যদিকে মঙ্গলবার  বম্বে স্টক এক্সচেঞ্জে ১ শতাংশ পড়েছে এসবিআই-এর শেয়ার।

সাধারণত, ব্যাঙ্ক নিজেদের লাভ দেখাতে বাজে ঋণের ভারে নুইয়ে থাকলেও  অনুৎপাদক সম্পদের পরিমাণ লুকিয়ে রাখতে চায়। আরবিআই এবং সেবি ব্যাঙ্কগুলির এনপিএ-র পরিমাণ ঘোষণা করা নিয়ে নিয়মাবলী কড়া করলেও ব্যাঙ্ক অধিকাংশ সময়েই এনপিএ-র পরিমাণ কমিয়ে বলে। প্রসঙ্গত, আরবিআই এর ঝুঁকি মাপক রিপোর্ট পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ককে এনপিএ সংক্রান্ত যাবতীয় তথ্য ঘোষণা করতে হবে, গত নভেম্বরে এমন নির্দেশ দিয়েছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।

sbi
Advertisment