Advertisment

আদানিদের সংস্থার বিরুদ্ধে তদন্তে আরও ৬ মাস সময় চাইল সেবি

তদন্তের জন্য সেবিকে ২ মে পর্যন্ত সময় দিয়েছিল শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Adani

প্রতিবেদনে দুই বিনিয়োগকারী নাসির আলী শাবান আহলি এবং চ্যাং চুং-লিং-এর নাম উল্লেখ করা হয়েছে।

শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে তদন্তের জন্য আরও ছয় মাস সময় চাইল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা এই সেবি। শিল্পপতি গৌতম আদানির সংস্থা নিয়মনীতি ভেঙে ব্যবসা করছে। এই অভিযোগে তদন্ত চালাচ্ছে সেবি। সেই তদন্তের জন্যেই তাদের আরও ছয় মাস সময় হাতে চাই বলে সেবি শনিবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে।

Advertisment

বেশি সময় চাওয়ার কারণ হিসেবে সেবি জানিয়েছে, আদানির সংস্থার বিদেশে ব্যবসা আছে। লেনদেন প্রক্রিয়া বিভিন্ন দেশে বিভিন্নরকম। সেসব নিয়ে তদন্তের জন্যই হাতে আরও ছয় মাস চাই। এমনটাই জানিয়েছে তবে, বিষয়টি নিয়ে আদালতের বাইরে মুখ খুলতে রাজি আদানি গ্রুপ এবং সেবি কেউই রাজি হয়নি।

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তার জানুয়ারির প্রতিবেদনে আদানির সংস্থার বিরুদ্ধে দুর্নীতি এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ এনেছিল। তার পরই সুপ্রিম কোর্ট সেবিকে আদানির সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল। আদানি গ্রুপ অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে সেবির তোলা যাবতীয় অভিযোগ কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেছে।

এই পরিস্থিতিতে তদন্তের জন্য সেবিকে ২ মে পর্যন্ত সময় দিয়েছিল শীর্ষ আদালত। তার আগে শনিবার আদালতকে সেবি জানাল, সবদিক ঠিকঠাক খতিয়ে দেখতে ও ধারাবাহিক তদন্তের জন্য হাতে আরও সময় চাই। কারণ, আদালতের নির্দেশমাফিক লেনদেনের নিয়ম মানা হয়েছে কি না, পাবলিক শেয়ারহোল্ডিংয়ের নিয়ম মানা হয়েছে কি না এবং শেয়ার মূল্যের হেরফেরে অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্তটা অনেক বেশি ব্যাপক।

Advertisment

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে ছেলে জড়ানোয় গিয়েছিলেন? দিল্লি ফেরত মুকুল বললেন, ‘ওসব বাজে কথা’

তবে, আদানির সংস্থা আদৌ নিয়ম ভেঙেছে কি না, সেটা সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট করেনি সেবি। তারা শুধু আদালতকে জানিয়েছে, আদানি গ্রুপের বেশ কয়েকটি সংস্থার থেকে তথ্য পেয়েছে। বিদেশের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর থেকেও বহু তথ্য চাওয়া হয়েছে। সেসব তথ্য হাতে পাওয়ার পরই বোঝা যাবে, আদৌ আদানিদের সংস্থাগুলো নিয়ম ভেঙে ব্যবসা করেছে কি না।

Hindenburg Research report SEBI Adani
Advertisment