Advertisment

ঋণ খেলাপি সংস্থার জন্য আরও কড়া হল সেবি-র নিয়ম

দেশের হাজার খানেক সংস্থার কাছে বিজনেস রেসপনসিবিলিটি রিপোর্ট (বিআরআর) জানতে চাওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
sebi

দেশের সমস্ত ঋণ খেলাপি সংস্থার জন্য নিয়ম কড়া করল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। দেশের হাজার খানেক সংস্থার কাছে বিজনেস রেসপনসিবিলিটি রিপোর্ট (বিআরআর) জানতে চাওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে।

Advertisment

মুম্বইয়ের সেবি-র বৈঠকে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, "যে সমস্ত সংস্থা ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে শোধ দিতে ব্যর্থ, তাদের ২৪ ঘণ্টার মধ্যে ঋণ খেলাপের কথা স্বীকার করতে হবে"।

আরও পড়ুন, ৫ শতাংশের নীচে নামতে পারে দেশের আর্থিক বৃদ্ধির হার

এ ছাড়া সেবি-র আর একটি বৈঠকে সিদ্ধান্ত হয়, শেয়ার হোল্ডার সংক্রান্ত বিষয় জানানোর সময়সীমা ৫৫ দিনের বদলে ৩১ দিন করা হবে। পোর্টফোলিও ম্যানেজারদের ক্ষেত্রেও নিয়ম রীতি কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেবি-র চেয়ারম্যান অজয় ত্যাগী অবশ্য বলেছেন নিয়ন্ত্রক সংস্থার মূল উদ্দেশ্য, বিনিয়োগকারীদের সাহায্য করা।

Read the full story in English

Advertisment