Advertisment

ইতিহাস তৈরি শেয়ার বাজারে! ৫০ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স

সকাল ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫০,১২৬.৭৩ অঙ্কে পৌঁছেছে সেনসেক্স। নিফটির সর্বোচ্চ উত্থান ১৪,৭৩৮.৩০।খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার শেয়ার বাজারে লক্ষ্মীলাভ। এই প্রথম বার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পেরিয়ে গেলে ৫০ হাজারের গণ্ডি। লক্ষ্মীবারে বাজার খুলেতেই ৫০ হাজারের উপরে উঠল সেনসেক্স। করোনা ভাইরাসের টিকা আসার পর থেকেই বাজার চাঙ্গা হতে শুরু করেছিল।

Advertisment

বুধবার বাইডেনের আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিশ্ববাজারও অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে বাজার বন্ধের সময় রেকর্ড গড়ে ৪৯,৭৯২.১২ অঙ্কে পৌঁছে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স। বৃহ্স্পতিবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেতৈরি হয় নয়া রেকর্ড।

সকাল ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫০,১২৬.৭৩ অঙ্কে পৌঁছেছে সেনসেক্স। নিফটির সর্বোচ্চ উত্থান ১৪,৭৩৮.৩০। ৩০৪.৪৫ পয়েন্ট উঠে আপাতত সেনসেক্স ৫০,০৯৬.৫৭ পয়েন্টে পৌঁছে গিয়েছে। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ মুহূর্তে লগ্নিকারীরা পুঁজি বিনিয়োগ করছেন।

লকডাউনের ধাক্কা কাটিয়েও শেয়ার বাজার এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে যাওয়ায় খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রি, বাজাজ ফিনান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কে শেয়ার দর বাড়ল অনেকটাই।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Market Economy
Advertisment