Advertisment

Share Market Crash: সপ্তাহের প্রথম দিনেই ধস, ১৩ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত ভারতীয় শেয়ার বাজার।

author-image
IE Bangla Web Desk
New Update
Stock Market Crash Today

স্টক মার্কেট ক্র্যাশ টুডে: ভারতীয় স্টকগুলি তার এশিয়ান সমবয়সীদের তুলনায় তুলনামূলকভাবে ভাল চললেও, রুপি রেকর্ড নিম্নে নেমে গেছে এবং বন্ডের ফলন 2 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

Share Market Crash : সেনসেক্স ২৪০০ পয়েন্টের বেশি পতন; নিফটি ২৪,০০০- এর নিচে নেমে গেছে। সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধস। সোমবার সকালে বাজার খুলতেই সেনসেক্সের সূচক পড়ে যায় ২৪০০ পয়েন্ট। বেহাল দশা নিফটিরও। ২৪হাজারে নেমে এসেছে নিফটির সূচক। ব্যাপক লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের।

Advertisment

আমেরিকায় মন্দার আশঙ্কার কারণে, সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে সেনসেক্স-র সূচক প্রায় ২৪০০ পয়েন্ট কমেছে। একই সময়ে, নিফটিও প্রায় ৭৫০ পয়েন্ট কমে ২৪হাজারের নীচে চলে এসেছে। সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত ভারতীয় শেয়ার বাজার।

টাটা মোটরস, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, আদানি পোর্টস, মারুতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দরে রেকর্ড পতন লক্ষ্য করা গিয়েছে। শেয়ারবাজারে সর্বত্র লোকসান সত্ত্বেও, সান ফার্মা এবং হিন্দুস্তান ইউনিলিভার লাভের সঙ্গে লেনদেন করছে।

এ দিন সকালে ২,৩৯৩.৭৭ পয়েন্ট পতনের সঙ্গে খোলে সেনসেক্স। বাজার ওপেনিংয়ের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের এই শেয়ার সূচক দাঁড়িয়েছিল ৭৮,৫৮৮-তে। অন্যদিকে ৪১৪.৮৫ পয়েন্ট নীচে খুলেছে নিফটি। ফলে দিনের শুরুতে ২৪,৩০২-তে নেমে যায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। দু’টির ক্ষেত্রেই পতনের পরিমাণ ২.৯৬ শতাংশ ও ১.৬৮ শতাংশ বলে জানা গিয়েছে। শুরুর ধাক্কাতেই বিনিয়োগারীদের ১৩ লাখ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে।

Share Market
Advertisment