Advertisment

ব্যাঙ্কিং এবং অটোমোবাইল শিল্পে লক্ষ্মীলাভ! সোমবারও অব্যাহত সেনসেক্স সূচকের দৌড়

Share Market Today: বিএসই সারাদিনে ৭৬৫.০৪ পয়েন্টে বেড়ে বন্ধ হয়েছে ৫৬,৮৮৯-তে।

author-image
IE Bangla Web Desk
New Update
BSE, Sensex, Nifty

ফাইল ছবি

Share Market Today: বাজারের হাসি চওড়া রেখেই অব্যাহত সেনসেক্স সূচকের দৌড়। সোমবার বাজার খুললেই বিএসই এবং এনএসই দুয়ের সূচক ঊর্ধ্বমুখী ছিল। বাজার বন্ধের সময় শুক্রবারের তুলনায় ১% বেড়েছে সূচক। বিএসই সারাদিনে ৭৬৫.০৪ পয়েন্টে বেড়ে বন্ধ হয়েছে ৫৬,৮৮৯-তে। মাঝের একটা সময় এই সূচক ছুঁয়েছিল ৫৬,৯৫৮.২৭। গত কয়েক মাসের নিরিখে সর্বোচ্চ বৃদ্ধি।   এদিকে, নিফটি সূচক ৫০ পয়েন্ট বেড়ে ১৬,৯৩১.০৫-এ বন্ধ হয়েছে। দিন কয়েক আগে ১৬ হাজারের রেকর্ড সূচক পার করেছে নিফটি।  

Advertisment

এদিন সকাল থেকেই বাজার ছিল চাঙ্গা। দিনের শেষে সেই ট্রেন্ড বজায় রেখেছিল সেনসেক্স সূচক। জানা গিয়েছে, ভারতী এয়ারটেল, টাটা স্টিল, এক্সিস ব্যাঙ্ক, টাইটান, মারুতি সুজুকি ইন্ডিয়া এবং বাজাজ ফিনান্স ভাল ব্যবসায় করায় প্রভাব পড়েছিল বাজারে।

যদিও কিছুটা মন্দা বাজার গিয়েছে, টেক মহিন্দ্রা, নেস্টলে ইন্ডিয়া, ইনফোসিস, এবং টিসিএস-এর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

TCS Share Market today Nestle India Axis Bank BSE
Advertisment