Advertisment

লক্ষ্মীবারেও অব্যাহত বাজারের ঊর্ধ্বগতি! ৯৫৮ পয়েন্ট দৌড়ে ৬০ হাজার ছুঁইছুঁই সূচক

Share Bazar Today: বিএসই-র সঙ্গেই দৌড় অব্যাহত নিফটির। লক্ষ্মীবারে ২৭৬.৩০ পয়েন্ট উঠে বাজার বন্ধের সময় নিফটি সূচক ছিল ১৭, ৮২২.৯৫।

author-image
IE Bangla Web Desk
New Update
Sensex, Share Market, Fuel Price

শেয়ার বাজার। ফাইল ছবি

Share Bazar Today: উৎসবের আগে বাজারের হাসি চওড়া করে অব্যাহত সেনসেক্স সূচকের ছুট। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় প্রায় ৬০ হাজার ছুঁইছুঁই সূচক। এদিন বিএসই সূচক সারাদিনে উঠেছে ৯৫৮ পয়েন্ট। বাজার বন্ধের সময় সূচক ছিল ৫৯,৮৮৫.৩৬! দিনের একটা সময় হাজার পার করেছিল বিএসই সূচক।

Advertisment

সেই সুযোগেই ৫৯ হাজারের বেঞ্চমার্ক পার করে বিএসই। জানা গিয়েছে, এদিন ব্যবসা ভালো করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এইচডিএফসির মতো সংস্থা। বিএসই-র সঙ্গেই দৌড় অব্যাহত নিফটির। লক্ষ্মীবারে ২৭৬.৩০ পয়েন্ট উঠে বাজার বন্ধের সময় নিফটি সূচক ছিল ১৭, ৮২২.৯৫।

জানা গিয়েছে, ব্যাঙ্কিং সেক্টর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফিনসার্ভ এবং নির্মাণ সংস্থা লারসেন এবং টুব্রোর মতো সংস্থাগুলো ভালো ব্যবসা করেছে। অন্যদিকে, মন্দার মুখে দেখেছে ড রেড্ডি, নেসলে এবং আইটিসির মতো বহুজাতিক সংস্থা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Share Market today BSE
Advertisment