সপ্তম তথা শেষ দফার ভোট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থার এক্সিট পোল জানিয়েছে ফের মোদী সরকারেরই ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। এক্সিট পোল প্রকাশিত হওয়ার পর সোমবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স।
৯৬০ পয়েন্ট উঠে বিএসই সেনসেক্স দাঁড়িয়েছে ৩৮,৮৯২.৮৯ -এ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) নিফটি ২০০ পয়েন্ট বেড়ে ১১৬৫০ ছুঁয়েছে।
টাকার দামও খানিকটা বেড়েছে এক্সিট পোল প্রকাশের পরপরই। মার্কিন ডলারের নিরিখে টাকার দাম ৭৯ পয়সা বেড়েছে। সোমবার মার্কিন ডলার প্রতি টাকার দাম এখন ৬৯ টাকা ৪৪ পয়সা। খানিকটা বেড়েছে অপরিশোধিত তেলের দামও।
আরও পড়ুন, বিপুল আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফের এনডিএ, বলছে এক্সিট পোল
অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছে অনায়াসে ম্যাজিক ফিগার (২৭২) পেরিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) সরকার। ১৯৮৯ সাল থেকে জোট সরকারই ক্ষমতায় থেকেছে ২০১৪ এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত। ২০১৪ সালে ২৮২ টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসে এনডিএ সরকার। এক্সিট পোল বলছে সেই ধারা অব্যহত থাকছে এবারও।
Read the full story in English