লক্ষ্মীবারে মুনাফা কমল SBI-এর, চিন্তা বাড়ছে গ্রাহকদের

ডিসেম্বরের শেষ তৃতীয় প্রান্তিকে নিট মুনাফায় প্রায় ৭ শতাংশ কমে গেল। মোট লাভ গিয়ে দাঁড়াল ৫,১৯৬.২২ কোটি।

ডিসেম্বরের শেষ তৃতীয় প্রান্তিকে নিট মুনাফায় প্রায় ৭ শতাংশ কমে গেল। মোট লাভ গিয়ে দাঁড়াল ৫,১৯৬.২২ কোটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ডিসেম্বরের শেষ তৃতীয় প্রান্তিকে নিট মুনাফায় প্রায় ৭ শতাংশ কমে গেল। মোট লাভ গিয়ে দাঁড়াল ৫,১৯৬.২২ কোটি। এর আগের অর্থবর্ষে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে এসবিআই মোট মুনাফার পরিমাণ জানিয়েছিল ৫,৫৮৩.৩৬ কোটি।

Advertisment

২০১৯-২০ অর্থবর্ষে মোট আয় ৭৬,৭৯৭.৯১ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৭৫,৯৮০.৬৫ কোটি। কনসলিডেট ফান্ড যদি দেখা যায় তাহলে এক বছর আগে যে মুনাফা ছিল ৬,৭৯৭.২৫ কোটি টাকা তা ৫.৮ শতাংশ কমে হয়েছে ৬৪০২,১৬ টাকা।

অথচ, ২০১৮-১৯ অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে তিন গুণেরও বেশি মুনাফা করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সুদে নিট আয়ের ক্ষেত্রে বৃদ্ধি এবং অনুৎপাদক সম্পদ নিয়ন্ত্রণে এনেই মুনাফার মুখ দেখেছে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কটি।

Advertisment

এদিকে বাজেট পেশের পরই লক্ষ্মীলাভের মুখ দেখেছিল রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কটি। বিমাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাত্রা ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হতেই এসবিআই লাইফ ইনসিওরেন্সের শেয়ার বেড়ে যায় দু'শতাংশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

sbi