Advertisment

ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই

এক মাসেই দু'বার স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই।বুধবার ব্যাংক ঘোষণা করেছে, সমস্ত স্থায়ী আমানতে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Customers wait in line at a State Bank of India (SBI) branch in Mumbai, India, on Monday, May 4, 2020. India's central bank Governor Shaktikanta Das and the chief executive officers of the nation's banks have discussed ways to ensure credit flow to businesses once the world's toughest stay-at-home order ends. Photographer: Dhiraj Singh/Bloomberg

দেশের সবচেয়ে বড় ঋণদানকারী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। এক মাসেই দু'বার স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই।

Advertisment

বুধবার ব্যাংক ঘোষণা করেছে, সমস্ত স্থায়ী আমানতে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমানো হয়েছে। ২৭ মে বুধবার থেকেই কার্যকর হবে নয়া সুদের হার। দেশের বৃহত্তম ব্যাঙ্ক একই সঙ্গে ২ কোটি টাকার বেশি আমানতে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক এসবিআই এফডি-র পরিবর্তিত সুদের হার:

৭ থেকে ৪৫ দিনের এফডি-র জন্য সুদের হার ২.৯ শতাংশ

৪৬ থেকে ১৭৯ দিনের এফডি-র জন্য সুদের হার ৩.৯ শতাংশ

১৮০ থেকে ২১০ দিনের এফডি-র জন্য সুদের হার ৪.৪ শতাংশ

২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৪.৪ শতাংশ

১ বছর থেকে ২ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.১ শতাংশ

২ বছর থেকে ৩ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.১ শতাংশ

৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৫.৩ শতাংশ

৫ বছর থেকে ১০ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৫.৪ শতাংশ

তবে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হবে বলে জানিয়েছে এসবিআই।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

sbi
Advertisment