/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/state-budget-1.jpeg)
বিধানসভায় বাজেট অর্থমন্ত্রীর পেশ । ছবি-পার্থ পাল।
বিধানসভা ভোটের আগে সোমবার পেশ হল দ্বিতীয় ত্ণমূল সরকারের শেষ বাজেট। বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট বক্ত্তা থেকে শুরু করে, মমতার সাংবাদিক বৈঠক, সমস্তটা জুড়েই ছিল সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের আপাদমস্তক সমালোচনা। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করলেন কেন্দ্রীয় বঞ্চনা পেরিয়েও জনমুখী বাজেট পেশে প্রয়াসী রাজ্য সরকার।
একঝলকে দেখে নেওয়া যাক কী কী প্রস্তাব দেওয়া হল বাজেটে?
আগামী ২ বছরে বাংলায় নতুন তিনটি বিশ্ববিদ্যালয় তৈরির আশ্বাস। সেই উদ্দেশ্যে বরাদ্দ ৫০ কোটি টাকা।
পুরোনো মামলার নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব। ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে।
সামাজিক সুরক্ষায় নতুন প্রকল্পের ঘোষণা
বকেয়া কর আদায়ে নতুন ব্যবস্থার পরিকল্পনা
আরও পড়ুন, মমতা সরকারের বাজেট: একনজরে বড় ঘোষণা
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/BUDGET-mamata.jpg)
তফশিলি উপজাতি উন্নয়নে বরাদ্দ ৯৩৫ কোটি টাকা।
অসংগঠিত শ্রমিকের দেড় কোটি পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার প্রকল্প
ধুকতে থাকা চা বাগানের শ্রমিকদের কৃষিঋণ ১০০ শতাংশ মকুব
চা বাগানের গৃহহীন শ্রমিকদের গৃহ নির্মাণের জন্য ‘চা সুন্দরী’ নামে প্রকল্প ঘোষণা
সিভিল সার্ভিসের জন্য রাজ্য সরকারের তরফে প্রশিক্ষণের ব্যবস্থা। সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার পডুয়াদের 'উৎসাহ' প্রদানের লক্ষ্যে কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে ‘মহাত্মা গান্ধী, জয় হিন্দ ও আজাদ’ নামে ৩টি সিভিল সার্ভিস অ্যাকাডেমি তৈরি করা হবে।
কর্ম সংস্থানের জন্য বেকারদের জন্য ‘কর্মসাথী’ প্রকল্পের প্রস্তাব
‘জয়জহর’ প্রকল্পে তফশিলি জাতির অন্তর্ভুক্ত প্রবীণ নাগরিকদের জন্য রাজ্যে ১ হাজার টাকা মাসিক বার্ধক্য ভাতার প্রস্তাব
২২,২৬৭ কোটি টাকার বিদেশি বিনিয়োগের প্রস্তাব
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ‘বঙ্গশ্রী’ প্রকল্পে বরাদ্দ ১০০ কোটি
‘হাসির আলো’ প্রকল্প- গরিব মানুষদের জন্য ৭৫ ইউনিট ‘বিদ্যুৎ’ বিনামূল্যে দেওয়ার প্রকল্পে বরাদ্দ ২০০ কোটি টাকা।
২ লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ