টাটা সন্স-এর একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস মিস্ত্রি । গত ডিসেম্বরে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল নির্দেশ (এনসিএলএটি) দিয়েছিল সাইরাস মিস্ত্রিকে পদে পুনর্বহাল করতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যাচ্ছে টাটা সন্স। ৬ জানুয়ারি শিরশ আদালত খোলার পরেই এই বিষয়ে জরুরি শুনানি দাবি করতে পারে টাটা গোষ্ঠী।
১৮ ডিসেম্বর এনসিএলএটি সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের একজিকিউটিভ চেয়ারম্যান পদে পুনর্বহালের নির্দেশ দিয়ে জানিয়েছিল এর আগে সাইরাসকে সরিয়ে ওই পদে এন চন্দ্রশেখরনকে বসানোর পদক্ষেপ বেআইনি ছিল। ট্রাইব্যুনাল আরও জানিয়েছে বুধবারের নির্দেশের ঠিক ৪ সপ্তাহ পর থেকে কার্যকর হবে তা। এই সময়ের মধ্যে টাটার পক্ষ থেকে আবেদন জানানো যাবে। কোম্পানি ট্রাইব্যুনাল মুম্বই বেঞ্চে নিজের অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন সাইরাস নিজে।
আরও পড়ুন, এক বছরে ১৮০০ কোটি! মহাদেশের শ্রেষ্ঠ বিত্তবান মুকেশ আম্বানি
এক বছর আগেই ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল, সাইরাস মিস্ত্রির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে তাঁর শেয়ার বিক্রির জন্য বাধ্য করতে পারবে না টাটা সন্স। বুধবার সেই মামলায় সাইরাস মিস্ত্রির পক্ষেই রায় দিল ট্রাইব্যুনাল।
২০১৬ সালের অক্টোবর মাসে বোর্ড অফ দ্য গ্রুপ থেকে বহিষ্কার করা হয় সাপুরজি পালনজি গোষ্ঠীর মালিক পালনজি মিস্ত্রির পুত্র সাইরাসকে। ২০১২ সালে রতন টাটার উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়রিং পাশ করে পারিবারিক নির্মাণ ক্ষেত্রের ব্যবসাতেই যোগ দিয়েছিলেন সাইরাস। তারপর টাটাতে যোগ দেন। টাটা ইন্ডাজট্রিজ, টাটা স্টিল, টাটা কেমিকালস এবং টাটা মোটরসের দায়িত্বে থেকেছেন বেশ কিছু সময়।