জল্পনার অবসান, ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স। ভারতের জাতীয় বিমান সংস্থার মালিক এবার টাটা সন্স, এমনটাই জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তুহিনকান্ত পাণ্ডে। গত কয়েকদিনের জল্পনার অবসান হল শুক্রবার। উল্লেখ্য, ২০০৭ সালে অন্তর্দেশীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই লোকসানে চলছিল এয়ার ইন্ডিয়া।
ভারতের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী গত মাসে তাদের চূড়ান্ত দরপত্র জমা দেয়। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ মালিকানা চায় তারা দরপত্রে। স্পাইসজেট কর্ণধার অজয় সিংকে টেক্কা দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তগত করল টাটা সন্স। এই মালিকানা হস্তান্তরের মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার এআই এক্সপ্রেস লিমিটেডের ১০০ শতাংশ শেয়ারহোল্ডিং এবং এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ৫০ শতাংশ মালিকানা।
এদিন সাংবাদিক সম্মেলন করে তুহিনকান্ত পাণ্ডে জানান, অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তরে সিলমোহর দিয়েছে। এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেট মেকানিজমে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।
পাণ্ডে আরও জানিয়েছেন, টাটা সন্সের টালেস প্রাইভেট লিমিটেড ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনে নেয়। এবছর ডিসেম্বর মাসের মধ্যে লেনদেন সম্পূর্ণ হবে। এই এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তরের ফলে টাটা সন্সের নিয়ন্ত্রণে চলে এল দেশের ৪,৪০০টি অন্তর্দেশীয় এবং ১৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্ল্ট। সবকটিই অন্তর্দেশীয় এয়ারপোর্টে। এছাড়া বিদেশের এয়ারপোর্টে ৯০০টি স্লট।
আরও পড়ুন কয়েক ঘণ্টার বিভ্রাটের জেরে ৬০০ কোটি ডলার খোয়ালেন Facebook কর্ণধার জুকারবার্গ
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এয়ার ইন্ডিয়ার জন্ম হয়েছিল টাটা গ্রুপের হাত ধরেই। ১৯৩২ সালে টাটারাই এর মালিক ছিল। তারপর জাতীয়করণের জেরে স্বাধীনতার পর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া ভারত সরকারের হাতে চলে যায়। তারপর অনেকবার এয়ার ইন্ডিয়ার মালিকানা নেওয়ার চেষ্টা করেছে মুম্বই-স্থিত দেশের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী। শেষ পর্যন্ত ৬৮ বছর পর 'মহারাজা' ফের টাটাদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন