/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/sebi.jpg)
দেশের কর্পোরেট সংস্থাগুলির দাবি বিবেচনা করে সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের পদ পৃথকীকরণের সময়সীমা আরও বাড়ল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। দেশের অর্থনীতির দিক এবং কর্পোরেট সংস্থাগুলির আবেদন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সেবি।
সেবির নীতির আওতায় থাকা ভারতের বাজারে মূলধনের ভিত্তিতে প্রথম সারিতে থাকা ৫০০টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর ভূমিকা পৃথককরণের প্রয়োজনীয়তা মেনে চলার নির্দেশ দিয়েছিল সেবি।
তবে বর্তমান নির্দেশ অনুসারে সব দিক বিবেচনা করে পয়লা এপ্রিল ২০২০ থেকেই লাগু করতে হবে এই নীতি।
সূত্রের খবর, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে কর্পোরেশনগুলির কাছ থেকে চাহিদা এবং বোঝা তৈরি হয়েছে সেই দিকটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read the story in English