সৎ করদাতাদের সম্মান জানাতে নয়া 'স্বচ্ছ' প্রকল্পের ভাবনা মোদীর

এই প্রকল্পের সূচনা করা নিয়ে আগামী ১৩ অগাস্ট বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই প্রকল্পের সূচনা করা নিয়ে আগামী ১৩ অগাস্ট বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Smart India hackathon 2020

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়কর ক্ষেত্রে নয়া পদক্ষেপের পথে হাঁটছে মোদী সরকার। 'ট্রান্সপারেন্ট ট্য়াক্সেশান-অনারিং দ্য় অনেস্ট' নামে নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে। অর্থাৎ, কর প্রদানে স্বচ্ছতা এনে সৎ করদাতাদের সম্মান জানানো হবে। এই প্রকল্পের সূচনা করা নিয়ে আগামী ১৩ অগাস্ট বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

আয়কর দফতরের সমস্ত প্রিন্সিপাল চিফ কমিশনার ও চিফ কমিশনাদের ওই বৈঠকে ডাকা হয়েছে। নতুন প্রকল্পের কথা জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্য়াক্সেসের(সিবিডিটি) চেয়ারম্য়ান পি সি মোদী।

আরও পড়ুন: বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে মুকেশ, পিছনে ফেললেন ইউরোপের ধনকুবেরকে

আগামী ১৩ অগাস্ট সকাল ১১টা নাগাদ ওয়েব টেলিকাস্ট মারফত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন মোদী। সূত্রের খবর, স্বাধীনতা দিবসে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হতে পারে।

Advertisment

উল্লেখ্য়, গত ৩-৪ সপ্তাহ ধরে আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। আয়কর রিটার্নের সময় স্বচ্ছতা কতখানি বজায় রাখা হচ্ছে এবং আয়কর সংক্রান্ত তথ্য় যাচাই কীভাবে হচ্ছে, তা নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন আয়কর দফতরের এক শীর্ষ আধিকারিক।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi