Advertisment

OCCRP রিপোর্টে বিরাট গরমিলের অভিযোগ, বড় বিপাকে আদানি গোষ্ঠী, একদিনেই দাম কমল শেয়ারের

প্রতিবেদনে দুই বিনিয়োগকারী নাসির আলী শাবান আহলি এবং চ্যাং চুং-লিং-এর নাম উল্লেখ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Adani

প্রতিবেদনে দুই বিনিয়োগকারী নাসির আলী শাবান আহলি এবং চ্যাং চুং-লিং-এর নাম উল্লেখ করা হয়েছে।

আদানি গ্রুপের শেয়ারে বিরাট পতন। ৫ শতাংশ পর্যন্ত কমল শেয়ারের দাম। একটি মিডিয়া গ্রুপের রিপোর্টে দাবি করা হয়েছে যে আদানি গ্রুপ গোপনে নিজস্ব শেয়ার কিনে স্টক এক্সচেঞ্জে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অলাভজনক মিডিয়া সংস্থা OCCRP-এর রিপোর্ট অনুসারে, আদানি গ্রুপ নিজেই নীরবে মরিশাস থেকে তার শেয়ার কিনেছে বলে অভিযোগ। এরপরই আজ শেয়ার দরে চূড়ান্ত পতন।

Advertisment

গোপনে নিজের শেয়ার কেনার অভিযোগে অভিযুক্ত গৌতম আদানির ওপর আরেকটি বোমা বিস্ফোরণ। জর্জ সোরোস সমর্থিত একটি অলাভজনক মিডিয়া সংস্থা ওসিসিআরপি দাবি করেছে যে আদানি গ্রুপ গোপনে নিজস্ব শেয়ার কিনে স্টক এক্সচেঞ্জে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। রিপোর্ট অনুসারে, তদন্তে দেখা গেছে যে অন্তত দুটি মামলা রয়েছে যেখানে বিনিয়োগকারীরা বিদেশী সংস্থাগুলির মাধ্যমে আদানি গ্রুপের শেয়ার কিনেছেন এবং বিক্রি করেছেন।

গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের সমস্যা আরও বেড়েছে। একটি মিডিয়া গ্রুপের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আদানি গ্রুপ গোপনে নিজস্ব শেয়ার কিনে স্টক এক্সচেঞ্জে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিআরপি) এর এই প্রতিবেদন গার্ডিয়ান এবং ফিনান্সিয়াল টাইমসের সাথে শেয়ার করা হয়েছে। এতে প্রথমবারের মতো মরিশাসে আদানি গ্রুপের লেনদেনের বিবরণ প্রকাশ করার দাবি করা হয়েছে। এর সূত্র ধরে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আদানি গোষ্ঠী গোপনে তাদের শেয়ার ক্রয় করে।

অলাভজনক মিডিয়া সংস্থা OCCRP দাবি করেছে যে তারা মরিশাস এবং আদানি গ্রুপের অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে এই লেনদেন দেখেছে। বৃহস্পতিবার ওসিসিআরপি প্রতিবেদনে দুই বিনিয়োগকারী নাসির আলী শাবান আহলি এবং চ্যাং চুং-লিং-এর নাম উল্লেখ করা হয়েছে।

OCCRP রিপোর্টে নাসির আলি শাবান আহলি এবং চ্যাং চুং-লিং নামে এমন দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে, যারা আদানি গ্রুপে মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন। প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে এই ব্যক্তিরা আদানি গ্রুপের কোম্পানিতে পরিচালক ও বিনিয়োগকারী ছিলেন। যদিও আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে। আদানি গ্রুপ জানিয়েছে, 'সংস্থার বিরুদ্ধে ওঠা এই রিপোর্ট আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি'।

Adani
Advertisment