ভোটের আগে মোদী সরকারের শেষ পুর্ণাঙ্গ বাজেট, নির্মলার ‘অর্থ-পরীক্ষায়’ সকাল থেকে নজর তামাম বিশ্বের। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। একই সঙ্গে চলতি বছরেই কর্নাটক, তেলঙ্গানা মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানের মত ৯টি বিধানসভা নির্বাচন। পাশাপাশি জম্মু-কাশ্মীরের নির্বাচনের সম্ভাবনাও রয়েছে চলতি বছরেই। এই সবের মধ্যেই মোদী সরকারের কাছে ‘তুরুপের তাস’ আজকের এই পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে একাধিক বিষয়ের উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। মধ্যবিত্তদের করের বোঝা থেকেও কিছুটা সস্তি মিলেছে।
লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট রিপোর্ট অনুসারে আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী যে ভাবে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো বাস্তব সমস্যা নিয়ে বার বার মোদী সরকারকে নিশানা করেছেন, তাতে মূল্যবৃদ্ধি-বেকারত্বের ক্ষতে প্রলেপ দিতে আজকের এই বাজেটে বেশ কিছু জনমোহিনী পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।
সমীক্ষায় বলা হয়েছে যে ভারত কোভিডের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠেছে। সম্ভবত এই কারণেই মোদী সরকার আয়কর স্ল্যাবে চাকুরীজীবী শ্রেণীকে স্বস্তি দিতে গিয়ে অনেক নতুন ঘোষণাও করেছেন। আজ সকাল ১১ টা'য় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে অনান্য নানান পরিকল্পনার সঙ্গেও অর্থমন্ত্রী 'MISHTI প্রকল্পে'র কথাও ঘোষণা করেন।
সীতারামন বলেন যে সরকার নতুন 'MISHTI' প্রকল্পের অধীনে উপকূলবর্তী এলাকা বরাবর ম্যানগ্রোভ অরন্য সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা হবে। ‘মিষ্টি এই উদ্যোগটি তটরেখা জুড়ে’ ম্যানগ্রোভ সংরক্ষণের লক্ষ্যেই করা হয়েছে। আমফান, ইয়াস থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী বাংলা। প্রভাব পড়েছে অন্যান্য রাজ্যেও। সেই তাণ্ডবলীলা রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন এবং অন্যান্য উপকূলবর্তী জেলায় ম্যানগ্রোভ বসানোর সিদ্ধান্ত নেন। এবার কেন্দ্রীয় বাজেটের মূল উদ্দেশ্য ছিল সবুজ ও দূষণমুক্ত ভারত গড়ে তোলা। আর সেই লক্ষ্যেই ম্যানগোভ অরণ্য বিস্তারে বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। পরিবেশ রক্ষার্থে ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ বন্ধ করার পথে এগোচ্ছে ভারত। তাই ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: < Budget 2023 Updates: ‘উন্নত ভারত তৈরির ভিত’, বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদী >
এমনকী হাইড্রোজেন মিশনের জন্য বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হাইড্রোজেন মিশনের খাতে ১৯ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষের স্বপ্ন পূরণের জন্য ‘সপ্তর্ষি’ লক্ষ্যের কথা ঘোষণা করেন নির্মলা। তার মধ্যে অন্যতম ছিল সবুজ ভারত গড়ে তোলা। সেই জন্যই লুপ্তপ্রায় ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখা ও তার বিস্তার করার জন্য ‘মিষ্টি’ প্রকল্প শুরু করবে কেন্দ্র।উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ চাষে উৎসাহ দেবে এই প্রকল্প।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বাজেট শেষে বলেন, "অমৃত কাল"-এর প্রথম বাজেট সমাজের বঞ্চিত অংশকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি একটি ‘উন্নত ভারতের’ সংকল্প পূরণের লক্ষ্যে এক দিশা দেখাবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটে তাঁর প্রথম প্রতিক্রিয়ায মোদী বলেন, 'আজকের এই বাজেট উচ্চাকাঙ্ক্ষী সমাজ, কৃষক এবং মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করবে। একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের স্বপ্ন পূরণের জন্য মধ্যবিত্ত সমাজ সবচেয়ে বড় শক্তি এবং আমাদের সরকার মধ্যবিত্তের ক্ষমতায়নের জন্য একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে"। বাজেটের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল পেমেন্টের সাফল্যকে কৃষি খাতে প্রতিফলতি করতে হবে এবং এর জন্য ডিজিটাল পরিকাঠামো তৈরির জন্য একটি স্কিম আনা হয়েছে যা গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে আরও এগিয়ে দেবে।"
সমুদ্র সংলগ্ন উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ সংরক্ষণের জন্যই এই মিষ্টি স্কিম চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ অরণ্য একদিকে যেমন রক্ষা পাবে তেমনই সুনামির মতো বড় ধরণের বিপর্যয়ের পাশাপাশি ইয়াস, আমফানের মত ঘুর্ণিঝড় প্রতিরোধেও দিশা দেখাবে। আজকের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 'গ্রিন গ্রোথের' ওপরেও আলোকপাত করেছেন।