Union Budget-Employment: ইপিএফওতে প্রথমবার নথিভুক্ত হওয়ার পর কর্মচারী এবং সংস্থা এই প্রকল্পের সুবিধা পাবে। (ছবি-এক্সপ্রেস)
Union Budget Employment: কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানে জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের বেকারত্ব কমাতে কর্মসংস্থানের লক্ষ্যে মঙ্গলবার তিনি বাজেটে জোর দেন। সেখানে তিনি তিনটি ইনসেনটিভ-সহ কর্মসংস্থান প্রকল্পের ঘোষণা করেছেন। সীতারামন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর বাজেট প্যাকেজের অংশ হিসেবে এই তিনটি প্রকল্পের বাস্তবায়ন ঘটাবে। এই প্রকল্পগুলোর সুবিধা কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)-তে নথিভুক্তির ভিত্তিতে মিলবে। ইপিএফওতে প্রথমবার নথিভুক্ত কর্মচারী এবং সংস্থা এই প্রকল্পের সুবিধা পাবে।
Advertisment
১ কোটি ইন্টার্নশিপ
এছাড়াও দেশের সেরা ৫০০টি সংস্থায় পাঁচ বছরে মোট ১ কোটি যুবককে ইন্টার্নশিপের ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হয়েছে ওই প্রকল্পে। যেখানে ইন্টার্নশিপের সময় ইন্টার্ন বা শিক্ষানবশিরা মাসে ৫,০০০ টাকা করে পাবেন। এই ব্যাপারে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, 'ইন্টার্নরা ১২ মাস বা একবছর ধরে বিভিন্ন পেশার বাস্তব পরিবেশের সঙ্গে পরিচিতি লাভ করবে। ইন্টার্নশিপের মাসিক ৫,০০০ টাকা ছাড়াও তাদের ৬,০০০ টাকার এককালীন সহায়তা দেওয়া হবে। কোম্পানিগুলো তাদের সিএসআর (CSR/কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) তহবিল থেকে প্রশিক্ষণের খরচ এবং ১০ শতাংশ ইন্টার্নশিপ খরচ বহন করবে।'
প্রথম প্রকল্পটি হল, যাঁরা প্রথমবার চাকরি করতে ঢুকলেন, ইপিএফওতে নথিভুক্ত হলেন, তাঁদের জন্য। এই প্রকল্পে একমাসের বেতন দেওয়া হবে কর্মীদের। ১৫ হাজার টাকা পর্যন্ত একমাসের বেতন কর্মীদের দেওয়া হবে তিন কিস্তিতে। যাঁদের বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে ২ কোটি ১০ লক্ষ যুবক উপকৃত হবেন।
The prime focus of Union Budget 2024-25, presented by Smt @nsitharaman, is to promote employment and skilling, provide support to MSMEs, and empower the middle class.
The Budget, among other things:
- Outlines far-reaching policies and futuristic vision for ‘Amrit Kaal’;
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) July 23, 2024
প্রকল্প ২: কর্মসংস্থানে উৎসাহ
অতিরিক্ত কর্মসংস্থানকে উৎসাহিত করতে এই প্রকল্পটি চালু করা হবে। নতুন কর্মীরা কর্মজীবনের প্রথম ৪ বছরে ইপিএফও (EPFO) অবদানের ক্ষেত্রে সরাসরি কর্মচারীর পাশাপাশি নিয়োগকর্তাকেও নির্দিষ্ট মাত্রায় একটি ইনসেনটিভ দেওয়া হবে। সরকার আশা করছে এই প্রকল্পে ৩০ লক্ষ যুবক এবং তাঁদের নিয়োগকর্তারা উপকৃত হবেন।
এই নিয়োগকর্তা-কেন্দ্রিক প্রকল্প সমস্ত সেক্টরের অতিরিক্ত কর্মসংস্থানকে কভার করবে। প্রতিমাসে ১ লক্ষ টাকার বেতন সীমার মধ্যে সমস্ত নতুন কর্মসংস্থানে এই প্রকল্প লাগু হবে। সরকার প্রত্যেক নতুন কর্মচারীর জন্য সংস্থাকে প্রতিমাসে ৩,০০০ টাকা করে ফেরত দেবে। ২ বছর ধরে কর্মীপিছু এই সুবিধা পাবে সংস্থা। ইফিএফও-তে সংস্থার কন্ট্রিবিউশন বা যে টাকা জমা রাখা হবে, তার ওপরে ভিত্তি করে সরকার এই আর্থিক সাহায্য করবে। এই প্রকল্পে অতিরিক্ত ৫০ লক্ষ লোকের কর্মসংস্থান ঘটবে বলেই আশা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।