Advertisment

আর্থিক সঙ্কট কাটাতে মরিয়া ভোডাফোন আইডিয়া, বাড়বে পরিষেবার দাম

সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সংস্থার গ্রাহকরা যাতে আন্তর্জাতিক মানের পরিষেবা পেতে থাকেন, তা নিশ্চিত করতে ১ ডিসেম্বর, ২০১৯ থেকে বিভিন্ন ট্যারিফের হার বাড়িয়ে দেওয়া হবে।"

author-image
IE Bangla Web Desk
New Update
vodafone idea tariff

নতুন দুটি প্ল্যান আনলো Vi

ঋণের দায়ে জর্জরিত মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়া সোমবার জানিয়েছে, চলতি আর্থিক সঙ্কট কাটাতে আগামী ১ ডিসেম্বর থেকে পরিষেবার দাম বাড়াতে চলেছে তারা।

Advertisment

সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সংস্থার গ্রাহকরা যাতে আন্তর্জাতিক মানের পরিষেবা পেতে থাকেন, তা নিশ্চিত করতে ১ ডিসেম্বর, ২০১৯ থেকে বিভিন্ন ট্যারিফের হার বাড়িয়ে দেওয়া হবে।"

কিন্তু পরিষেবার দাম কতটা বাড়বে, এবং নতুন ট্যারিফের আওতায় কী কী পরিষেবা পাওয়া যাবে, সে বিষয়ে এখনও বিশদে জানা যায় নি।

গত সপ্তাহে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষের হিসেব অনুযায়ী ৫০,৯২১ কোটি টাকার মোট লোকসান ঘোষণা করে ভোডাফোন আইডিয়া। এত টাকার লোকসান আজ পর্যন্ত কোনও ভারতীয় কর্পোরেট সংস্থার ক্ষেত্রে নজিরবিহীন। এই বিপুল লোকসানের মূলে রয়েছে সংস্থার মোট আয় সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের ফলে উৎপন্ন আর্থিক দায়।

অক্টোবর মাসে দেশের শীর্ষ আদালত সরকারের পক্ষে রায় দিয়ে বলে, ভোডাফোন আইডিয়া সমেত দেশের বিভিন্ন টেলিকম সংস্থা যেন টেলিকম বিভাগের কাছে তাদের বকেয়া টাকা জমা করে দেয়।

ভোডাফোন আইডিয়া জানিয়েছে, তারা আদৌ ব্যবসা চালিয়ে যেতে পারবে কিনা, তা নির্ভর করবে সরকারি সাহায্য এবং তাদের কাছে উপলব্ধ আইনি প্রক্রিয়ার ওপর।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, "টেলিকম ক্ষেত্রে গুরুতর আর্থিক সঙ্কটের কথা স্বীকার করেছেন সমস্ত অংশীদারই, এবং ক্যাবিনেট সচিবের নেতৃত্বে সচিবদের এক উচ্চপদস্থ কমিটি সমস্যা সমাধান করার উপায় খুঁজছে।"

প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা আনুমানিক ৩০০ মিলিয়ন (৩০ কোটি)।

Advertisment