Advertisment

মোরাটোরিয়াম পর্বে সুদের উপর সুদ কি ধার্য হবে, সিদ্ধান্ত গ্রহণে ৩ দিনের মধ্যে কেন্দ্র-আরবিআইকে বৈঠকে বসার সুপ্রিম নির্দেশ

এ ব্য়াপারে সিদ্ধান্ত নিতে আরবিআই-এর সঙ্গে বৈঠক করে কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
লকডাউনে কর্মীদের বেতন নিয়ে সুপ্রিম নির্দেশ-নেপালের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ভারতীয় বাসিন্দা-আমেরিকার কূটনীতিবিদের সঙ্গে কথা রাহুলের

সুপ্রিম কোর্ট।

মোরাটোরিয়াম (ঋণের কিস্তি প্রদান স্থগিত রাখা) পর্বে  সুদের উপর সুদ মকুবের আবেদনের প্রেক্ষিতে ৩ দিনের মধ্য়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াকে বৈঠকে বসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য়, করোনায় লকডাউন পরিস্থিতিতে ব্য়াঙ্কে ঋণ পরিশোধে মোরাটোরিয়াম ঘোষণা করা হয়। সেক্ষেত্রে পরে সুদ-সহ ইএমআই জমা দিতে হবে বলে জানানো হয়। তবে এই মোরাটোরিয়াম পর্বে প্রদান করতে না পারা কিস্তি তথা সুদের উপর ফের কেন অতিরিক্ত সুদ ধার্য করা হবে, এ নিয়েই শীর্ষ আদালতে মামলা হয়।

Advertisment

এদিন এই মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস কে কৌল ও বিচারপতি এমআর শাহের বেঞ্চ বলে, মোরাটোরিয়াম মেয়াদকালে সম্পূর্ণ সুদ মকুব করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন নয়, ব্য়াঙ্কগুলির সুদের উপর সুদ যোগ করা হবে কিনা তা নিয়েই জিজ্ঞাস্য়।

আরও পড়ুন: লকডাউনে লক্ষ্মীলাভ! পার্লে-জি বিস্কুটের রেকর্ড বিক্রি

এদিনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, বিষয়টিতে ভারসাম্য় বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছি। কেন্দ্রের হয়ে সওয়ালকালী সলিসিটির জেনারেল তুষার মেহতা জানান, তিনি আরবিআই-এর সঙ্গে এ বিষয়ে বৈঠক করতে চেয়েছিলেন। প্রত্য়ুত্তরে তিন বিচারপতির বেঞ্চ জানায়, ''আরবিআই-এর জবাব যদি আমাদের জিজ্ঞাস্য় প্রশ্নের আওতার বাইরে হয়, সেক্ষেত্রে আরও অনেক মতামত উঠে আসবে এ বিষয়ে। আমাদের প্রশ্ন নির্দিষ্ট। আমরা শুধু জানতে চাই, সুদের উপর সুদ মকুব করা হবে কিনা।

এ ব্য়াপারে সিদ্ধান্ত নিতে আরবিআই-এর সঙ্গে বৈঠক করে কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে ধার্য করা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

business
Advertisment