দেশে করোনা ভাইরাসের দাপট কিছুটা কমলেও এখনও মৃত্যু ও সংক্রমণ জারি রয়েছে। সংক্রমণে রাশ টানতে দেশের বাকি রাজ্যের মতো পশ্চিমবঙ্গে লকডাউন চলছে। এমনকী জুনেও ১৫ দিনের আগাম লকডাউন নির্দেশ জারি করেছে মমতা সরকার। এই আবহে ব্যাঙ্ক পরিষেবা কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনেকের মনে প্রশ্ন জেগেছে যে ব্যাঙ্ক কি আগের মতোই খোলা থাকবে? রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির তরফে জানান হয়েছে রাজ্যের সমস্ত ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। অন্যদিকে মাসের পঞ্চম শনিবার খোলা থাকবে শাখাগুলি।
আরও পড়ুন, এবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রথা চালুর পথে Kolkata Police
লকডাউনে শনিবার ব্যাঙ্ক বন্ধের কোনও উল্লেখ না থাকার কারণে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যঙ্ক। এছাড়া প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার খোলা রাখা হবে পরিষেবা। তবে ব্যাঙ্কের সমস্ত কাজ চলবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত।
ইতিমধ্যে সমস্ত ব্যাঙ্ক কর্মচারী ও অফিসার যাঁদের এখনও টিকাকরণ হয়নি তাদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন