Advertisment

৮ বছরে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি! পাইকারি মূল্যসূচক ৭.৩৯%-এ বাড়তে পারে সব্জির দাম

অপরিশোধিত তেল, পেট্রোপণ্য এবং ধাতব পদার্থের দাম চলতি বছর মার্চে বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পাইকারি মূল্য সূচকে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Whole Sale Price Index, Inflation, Lockdown, India Corona, Commerce Ministry

 ৮ বছরে সর্বোচ্চ দেশের পাইকারি মুল্যসূচক বা পাইকারি মুদ্রাস্ফীতি। মার্চের পাইকারি মূল্যসূচক বা ডাবলুপিআই (WPI) ৭.৩৯%। গত বছর মার্চে যে শতাংশ ছিল ০.৪২। বাণিজ্য এবং শিল্প মন্ত্রক প্রকাশিত রিপোর্টে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে ডাবলুপিআই ৪.১৭% আর জানুয়ারিতে ২.৫১%। গত বছর জানুয়ারিতে এই পরিসংখ্যান ছিল ২.০৩%। অর্থনীতিবিদের মতে, মুদ্রাস্ফীতির প্রভাব পড়তে পারে পাইকারি বাজারে। আকাশ ছোঁয়া হতে পারে শাক-সব্জির দাম।

Advertisment

সুত্রের খবর, অপরিশোধিত তেল, পেট্রোপণ্য এবং ধাতব পদার্থের দাম চলতি বছর মার্চে বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পাইকারি মূল্য সূচকে পড়েছে। পাশাপাশি দেশব্যাপী লকডাউনের প্রভাবে বেড়েছে মুদ্রাস্ফীতি।

এর আগে ২০১২ সালে অস্বাভাবিক হারে বেড়েছিল পাইকারি মুদ্রাসূচক। সেই বছর অক্টোবরে ৭.৪% হয়েছিল ডাবলুপিআই।

Lockdown India Corona Inflation Commerce Ministry
Advertisment