Advertisment

আধার কার্ডের ছবি বদলাতে লাগবেনা কোনও নথি

UIDAI এর পক্ষ থেকে আরও একটি ট্যুইট করা জানানো হয়েছে, আধার কার্ডে নাম, ঠিকানা অথবা জন্ম তারিখ ইত্যাদি বিষয় আপডেট করতে চাইলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোনও নথি ছাড়াই আধার ডেটাবেসে নিজের ছবিটি আপডেট করে নেওয়া যাবে।এমন তথ্য জানিয়েছে আধার কর্তৃপক্ষ।  সম্প্রতি  বায়োমেট্রিক্স, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, বদলাতে হলে নিকটবর্তী আধার কেন্দ্রে গেলেই চলবে। প্রয়োজন নেই আর কোনও ডকুমেন্টসের।  আধার নম্বর যাচাই করতে হলেও প্রয়োজন হবে না কোনও নথি, স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউআইডিএআই।

Advertisment

UIDAI এর পক্ষ থেকে আরও একটি ট্যুইট করা সেই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছিল যে, আধার কার্ডে নাম, ঠিকানা অথবা জন্ম তারিখ ইত্যাদি বিষয় আপডেট করতে চাইলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন। কোন কোন জরুরি ডকুমেন্টসের প্রয়োজন, সেগুলিও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল UIDAI এর তরফে। টুইটের ওপর ক্লিক করলেই প্রয়োজনীয় নথির লম্বা তালিকা চলে আসবে।

Aadhaar Card
Advertisment