/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/WhatsApp-Image-2018-11-06-at-10.49.13-PM.jpeg)
ছবি- শশী ঘোষ
পুজোর গান বলতে যা বুঝি আমরা, সে সব দুর্গা পুজোর গান। কালী পুজোর গান বললেই মনে আসে যে সব সুর, সবই শ্যামা সঙ্গীতের। দুর্গা এবং কালী দুই পুজর মধ্যে বড় জোড় সপ্তাহ তিনেকের ব্যবধান। কিন্তু শরতের মেঘ বিদায় নিয়েছে, সন্ধে নামলেই হালকা হিমেল ভাব। আকাশ অন্ধ করা আঁধার। এই পরিবেশে ঘোর নাস্তিকের ভক্তি আসে সুরে সুরে।
আর শ্যামা সংগীতের কথা বললেই শিল্পী পান্নালাল ভট্টাচার্যের কথা না বললে আলোচনা শুরুই করা যায় না। হৃদয় উপড়ে সব ভক্তি নিংড়ে নিয়ে গাইতেন পান্নালাল।
পান্নালালের বাছাই করা কয়েকটা শ্যামা সংগীত রইল পাঠকের জন্যঃ
১) আমার সাধ না মিটিল
২) সকলি তোমারি ইচ্ছা
৩) আমি সব ছেড়ে মা
৪) এ কেমন করুণা কালী
৫) ওই শ্যামা বামা কে
৬)বসন পরো মা
৭) দোষ কারো নয় গো মা
পণ্ডিত অজয় চক্রবর্তীর গলায় শ্যামা সংগীতও বেশ জনপ্রিয়
৮) শ্যামা নামে লাগল আগুন (কথা ও সুর- কাজী নজরুল ইসলাম)
৯) শ্মশানে জাগিছে শ্যামা (কথা ও সুর- কাজী নজরুল ইসলাম)
১০) মহাবিদ্যা আদ্যাশক্তি