Advertisment

পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করছেন আমির খান

আমির খান ও পঙ্কজ ত্রিপাঠি এবার একসঙ্গে কাজ করলেন একটি বিজ্ঞাপনে। দুজনেই টুইটারে শেয়ার করলেন সেই কাজ। সঙ্গে একে অপরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গেল আমির খান ও পঙ্কজ ত্রিপাঠিকে

এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গেল আমির খান ও পঙ্কজ ত্রিপাঠিকে। স্টার প্লাসের একটি কর্মাশিয়ালে কাজ করলেন এই দুই অভিনেতা। নিজেদের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করলেন সেই কাজ। সঙ্গে একে অপরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। টুইটারে আমির খান লিখলেন, শুটিংটা ভীষণ এনজয় করেছি। সুরেশ ত্রিবেনী ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করতে পারা একটা সুন্দর অভিজ্ঞতা। ধন্যবাদ অতিশ ও জেডি সাহায্য করার জন্য।

Advertisment

উত্তরে টুইট করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

আরও পড়ুন, ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা একসঙ্গে

ঠাগস অফ হিন্দুস্থানে শেষ দেখা গিয়েছে আমির খানকে। যদিও বক্সঅফিসে এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি। অবশ্য আমির নিজেই এই ভরাডুবির কথা স্বীকার করেছেন, নিজেকে দায়ীও করেছেন। সিনেস্থান ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ''দর্শক যে ছবিটা পছন্দ করেননি তার পুরো দায় আমি নিচ্ছি। আমরা সবাই সিন্ধান্ত নিয়েছি বলেই মনে হচ্ছে কিন্তু সবটার দায় আমি স্বীকার করছি। তবে নিজদের সাধ্যমত চেষ্টা করেছি''। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠি এবছর কাজ করেছেন সেক্রেড গেমসে এবং তার হরর কমেডি স্ত্রী অনবদ্য সাফল্য পেয়েছে বক্সঅফিসে।

Read the full story in English 

aamir khan bollywood Thugs of Hindostan
Advertisment