Advertisment

লকডাউনে বিনামূল্যে ব্যবহার করুন ই-লাইব্রেরী

করোনা পরিস্থিতিতে যদি কোন বইয়ের প্রয়োজন হয় তাহলে এই ই-লাইব্রেরী থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার প্রয়োজনীয় বইটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনে বন্ধ স্কুল কলেজ। এমনকি লাইব্রেরীও বন্ধ রাখতে হয়েছে। যা বইপ্রেমী মানুষদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। শুধুমাত্র বইপ্রেমী নয়, স্কুল-কলেজের পড়ুয়াদের এই মুহূর্তে যদি কোন বইয়ের প্রয়োজন হয় তাহলে তা পাওয়া দুঃসাধ্য। পড়ুয়াদের কথা মাথায় রেখেই ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে খুলে দিয়েছে। করোনা পরিস্থিতিতে যদি কোন বইয়ের প্রয়োজন হয় তাহলে এই ই-লাইব্রেরী থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার প্রয়োজনীয় বইটি।

Advertisment

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন একটি নির্দেশিকা জারি করেছে, যাতে উল্লেখ রয়েছে, এই দুঃসময়ে শিক্ষার্থীদের সাহায্য করতে তারা পাশে আছেন। এই মুহূর্তে পাড়ার লাইব্রেরী সহ স্কুল-কলেজের লাইব্রেরীও ব্যবহার করা যাচ্ছে না। তাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এখানে মূলত অনলাইন বই অর্থাৎ পিডিএফ পাওয়া যাবে।

এরজন্য আপনাকে ndl.gov.in এবং ndl.iitkgp.ac.in. লিঙ্কে যেতে হবে।

এখানে মূলত, স্কুল ও স্নাতক স্টার এর বই বেশি পাওয়া যাবে। এর জন্য পড়ুয়াদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগইন করে রেজিস্টার করতে হবে।

এরইমধ্যে এ আই সি টি ই অনুরোধ করেছেন শিক্ষক ও শিক্ষা কর্মীদের মাসিক বেতন দিয়ে দেওয়ার জন্য কারণ এই ভয়ানক পরিস্থিতিতে বেতন না পেলে সমস্যায় পড়তে বা অবসাদে ভুগতে পারেন শিক্ষক ও শিক্ষা কর্মীরা.

এছাড়াও পড়ুয়াদের সুরক্ষিত রাখা এবং নিজেদের খেয়াল রাখার কথা জানিয়েছেন এ আই সি টি ই এই দীর্ঘ সময় তাদের বাড়িতে থেকে পড়াশোনা করার পরামর্শও দিয়েছেন।

Read the full story in English

coronavirus corona
Advertisment