AIIMS MBBS 2019: গত ১৫ নভেম্বর, ২০১৮-তে AIIMS MBBS কোর্সের আবেদন প্রক্রিয়া শুরুর কথা থাকলেও বিশেষ কিছু কারণে তার বদল করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার তারিখ আপাতত ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আগামি সপ্তাহ থেকে শুরু হবে প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়া এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। প্রসঙ্গত, ১৩ নভেম্বর ইনস্টিটিউটের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবার থেকে দুটি পর্যায়ে আবেদন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখুন AIIMS-এর অফিসিয়াল ওয়েবসাইট aiimsexams.org। পরবর্তী শিক্ষাবর্ষের জন্য MBBS পরীক্ষা শুরু হবে ২০১৯-এর ২৫ মে। প্রবেশিকার ফলাফল প্রকাশিত হবে সম্ভবত ১২ জুন।
১৩ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন
https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/cc7614dab03d66c7ea5f2d8b5d1e3c66170808963219f943807c645d1fc4fab5.pdf
শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়াতেই এই এই দুই পর্যায়ের আবেদন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীকে কোনও টাকা দিতে হবে না। প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশনের পর প্রার্থীর সমস্ত নথি যাচাই করা হবে, এবং এরপরই প্রার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে সক্ষম হবেন।
আরও পড়ুন: ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে চাকরির হদিশ
প্রাথমিক পর্যায়ে আবেদনের প্রক্রিয়া
* অন্তত ছ'মাস আগে শুরু হবে এই প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই স্তরে ছবি সহ কিছু বিবরণ দিয়ে আবেদনপত্র ভরতে হবে। এক্ষেত্রে প্রার্থীর দেওয়া সমস্ত বিবরণ যাচাই করা
* এরপর প্রার্থীকে জানানো হবে তাঁর আবেদন গ্রহন করা হয়েছে কিনা। সব কিছু সঠিক হলে একটি আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে প্রার্থীকে। একবারে আবেদন প্রক্রিয়া জমা পড়ত এতদিন। ফলে একাধিক ভুল-ত্রুটি থাকত আবেদনপত্রে। ফলস্বরূপ শেষ মুহূর্তে কার্যত সমস্যায় পড়তে হত শিক্ষার্থীদের। এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো
* যাতে ভুল কোনও আবেদন না জমা পড়ে সেই কারণে MBBS-র প্রবেশিকা পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রাথমিক পর্যায়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।