Advertisment

CSIR UGC NET Exam 2024: বিতর্ক যেন পিছু ছাড়ছে না, ফের বাতিল গুরুত্বপূর্ণ এই পরীক্ষা, সংকটে লাখ লাখ পড়ুয়া

পরীক্ষা আচমকা স্থগিত করার ঘোষণা করা হয়েছে NTAতরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
NET cancelled, net ug cancel, NEET UG, UGC-NET, NEET UG 2024, NEET UG, NEET UG 2024, CSIR-UGC NET exam, National Testing Agency, neet cancel news, neet paper leak, neet sc news, neet ug news, cancel neet paper leak, neet ug paper leak 2024 news,

শুক্রবার লখনউতে NEET-UG 2024 পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদ করেছে কংগ্রেস কর্মীরা। (বিশাল শ্রীবাস্তব)

CSIR UGC NET Exam 2024: UGC-NET বাতিল করার ৪৮ ঘন্টাও পেরোয়নি। শিক্ষা মন্ত্রক শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কে ২৫-২৭ জুনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া CSIR-UGC NET পরীক্ষা স্থগিতের একটি নির্দশ দিয়েছে।

Advertisment

স্থগিত করা হল CSIR-UGC NET ২০২৪। পরীক্ষা আচমকা স্থগিত করার ঘোষণা করা হয়েছে NTAতরফে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুক্রবারএক বিবৃতি জারি করে জানিয়েছে অনিবার্য কারণ বশত পিছিয়ে গিয়েছে জুন মাসের সিএসআইর ইউজিসি নেট ২০২৪ পরীক্ষা। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই পরীক্ষা স্থগিত রাখা হবে বলেই জানানো হয়েছে এনটিএ-এর তরফে। উল্লখ্য ২৫ জুন থেকে ২৭ জুন ছিল এই পরীক্ষা।

NEET-UGC NET কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। মোদী সরকারকে নিশানা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি-আরএসএস শিক্ষাপ্রতিষ্ঠানকে হাইজ্যাক করার চেষ্টা করছে। NEET-পেপার ফাঁস নিয়ে হৈচৈ-এর মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে NEET কেলেঙ্কারি নিয়ে কোনও ধরণের রাজনীতি করা উচিত নয়। তিনি বলেন, আমাদের সিস্টেমের প্রতি আস্থা রাখতে হবে এবং সরকার কোনো ধরনের অসদাচরণ বরদাস্ত করবে না। পাশাপাশি NEET-কেলেঙ্কারির নৈতিক দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটি ম্যারাথন বৈঠকের পরে CSIR-UGC NET ২০২৪ পরীক্ষা বাতিলের ঘোষণা করে। বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার এবং মন্ত্রিপরিষদ সচিবও উপস্থিত ছিলেন। প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী এবারের CSIR-UGC NET-এ অংশ নিত বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : < Kolkata Metro: রাতের মেট্রোয় বাড়ি ফেরেন? কোন স্টেশনে কোন গেট খোলা জেনে নিন >

NTA -এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচী কয়েকদিন পরে অফিসিয়াল ওয়েবসাইট csirnet.nta.ac.in-এ প্রকাশ করা হবে। উল্লেখ্য UGC NET পরীক্ষা NTA ১৮ জুন, সারা দেশে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলিতে আয়োজন করে। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ১৯ জুন তা বাতিল করা হয়।

modi neet Education Minister
Advertisment