Advertisment

UGC-NET Exam Cancelled: 'মোদী সরকারের ঔদ্ধত্যের পরাজয়', UGC-NET বাতিলে কেন্দ্রকে তুলোধোনা কংগ্রেসের

মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
As NEET reaches Shah table, NET cancelled, hitting 9 lakh students

পিএইচডি, শিক্ষকতার চাকরি প্রার্থীদের পরীক্ষায় অসদাচরণের সন্দেহ সরকারের।

UGC-NET Exam Cancelled: NEET-তে অনিয়মের বিষয়টির এখনও কোন নিষ্পত্তি হয়নি। তার মাঝেই বিরাট কেলেঙ্কারির পর্দা ফাঁস। UGC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসায় তড়িঘড়ি বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ১৮ জুনে অনুষ্ঠিত UGC-NET-এর লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি, এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তভার দেওয়া সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে ।

Advertisment

NEET এর মতো, UGC-NET পরীক্ষাও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালনা করে। NTA দেশের বিভিন্ন শহরে ১৮ জুন ২০২৪- এ UGC-NET পরীক্ষা পরিচালনা করেছিল। দুই শিফটে এই পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষা শেষ হতে না হতেই উঠতে থাকে অনিয়ম ও কারচুপির অভিযোগ। NEET সংক্রান্ত বিতর্ক থেকে শিক্ষা নিয়ে সরকার অবিলম্বে এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : < AC Stabilizer: পুড়ে যাবে এসির মোটর, আপনি জানতেও পারবেন না, এখুনি চেক করুন এই ফিচার আদৌ আছে তো? >

NEET পরীক্ষায় বিশৃঙ্খলার পরে, কেন্দ্রীয় সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং মঙ্গলবার অনুষ্ঠিত UGC NET পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অনিয়মের অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই-য়ের হাতে।
শিক্ষা মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে পরীক্ষার প্রক্রিয়ার উচ্চ স্তরের স্বচ্ছতা এবং পবিত্রতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রক UGC-NET জুন সেশনের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়া হবে। যার তথ্য আলাদাভাবে দেওয়া হবে। পাশাপাশি, পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হচ্ছে।

আরও পড়ুন : < Air Conditioner: ১০ ঘন্টা একটানা চালাচ্ছেন? উইন্ডো হোক বা স্প্লিট এসি ঠিক কত বছর বুক ঠুকে ব্যবহার করতে পারবেন? >

ইউজিসি নেট পরীক্ষা ৩০০ টি শহরের ১২০০-এর বেশি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী।
NEET পরীক্ষায় অনিয়মকে কেন্দ্র করে NTA-কে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল।

আরও পড়ুন : < Skeleton: রাস্তার কাজের সময় হাড়হিম ঘটনা! মাথার খুলি, হাড়গোড় উদ্ধারে তোলপাড়! >

শিক্ষা মন্ত্রক (MoE) বুধবার গভীর রাতে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC-NET) বাতিলের ঘোষণা করেছে। ১৮ জুন অনুষ্ঠিত UCC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরে, শিক্ষা মন্ত্রক বড়সড় পদক্ষেপ নিয়েছে। এবং UCC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগে CBI তদন্তের নির্দেশ দিয়েছে। মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে।

গত ১৮ জুন অনুষ্ঠিত UGC-NET পরীক্ষায় কারচুপির অভিযোগ উঠে। কারচুপির অভিযোগ ওঠার পর বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। মন্ত্রকের বিবৃতি অনুসারে NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : < Abhijit Mukherjee: ‘ঢের হয়েছে আর নয়!’ তৃণমূল ছেড়ে এবার কোন দলে যেতে চান প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ? >

UGC-NET বছরে দুবার জুন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। NTA এই পরীক্ষাটি পরিচালনা করে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে, বিরোধী দলগুলি সরকারকে নিশানা করেছে। কংগ্রেস বিজেপিকে নিশানা করে বলেছে, এটি "মোদী সরকারের ঔদ্ধত্যের পরাজয়"।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি সরকারকে আক্রমণ করে বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি যুব সমাজের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। “বিজেপি সরকারের শিথিলতা ও দুর্নীতি যুব সমাজের জন্য মারাত্মক…এই শিথিলতার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?"

UGC Net CONGRESS modi bjp
Advertisment