Summer Vacation: স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee on Summer Vacation: বৃহস্পতিবার নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করেন গরমের ছুটির কথা।

Mamata Banerjee on Summer Vacation: বৃহস্পতিবার নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করেন গরমের ছুটির কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
school summer vacation have been extended, what do the doctors say about this decision of the state government?

school summer vacation: গরমের ছুটির দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee on Summer Vacation in West Bengal: এবছর সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি কবে থেকে পড়ছে তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করেন গরমের ছুটির কথা।

Advertisment

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, 'এবছর গরমটা অনেক বেশি। দিন দিন বাড়ছে। তাই গরমের ছুটি এগিয়ে আনার কথা ভাবনাচিন্তা করা হয়েছে। শিক্ষা দফতরের তরফে আমাকে আর্জি জানানো হয়। তাই আমরা ঠিক করেছি, ৩০ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি পড়বে। তার আগে ১০ তারিখ মহাবীর জয়ন্তী রয়েছে, ১৪-১৫ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে। আরও কিছু রবিবার রয়েছে। সবমিলিয়ে এমাসে ১০-১২ দিন এমনিতেই ছুটি রয়েছে। গরমের কারণে ছুটি এগিয়ে আনা হল। ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে।'

তবে স্কুল কবে খুলবে সে ব্যাপারে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল খোলার বিষয়টি পরে আবহাওয়া বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনিতেই এমাসে বেশ কিছু সরকারি ছুটি রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, গরম বেশি রয়েছে। তাই গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন ২৪ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় খবর, এই দিন বেরোতে পারে দশমের বোর্ড পরীক্ষার রেজাল্ট

Advertisment

যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বাদল হতে শুরু করেছে গতকাল থেকেই। আজ, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। পয়লা বৈশাখ পর্যন্ত গরম খুব বাড়ার ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। এই ঝড়-জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রাও মনোরম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

Summer Vacation schools Education department Mamata Banerjee West Bengal