জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরিবর্তনের অনুরোধ প্রথম স্থানাধিকারির

একই দিনে অনুষ্ঠিত হচ্ছে পদার্থ বিজ্ঞানের অলিম্পিয়াড পরীক্ষাও। যার ফলে অনেকেই দুটি পরীক্ষার মধ্যে একটি দিতে পারবে না। উভয় পরীক্ষাই অনুষ্ঠিত হতে চলেছে ২ ফেব্রুয়ারি।

একই দিনে অনুষ্ঠিত হচ্ছে পদার্থ বিজ্ঞানের অলিম্পিয়াড পরীক্ষাও। যার ফলে অনেকেই দুটি পরীক্ষার মধ্যে একটি দিতে পারবে না। উভয় পরীক্ষাই অনুষ্ঠিত হতে চলেছে ২ ফেব্রুয়ারি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

JEE Main 2020:  ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় প্রথম স্থানাধিকারি শ্রীমন্তী দে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবেশিকা পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। কারণ ওই একই দিনে অনুষ্ঠিত হচ্ছে পদার্থ বিজ্ঞানের অলিম্পিয়াড পরীক্ষাও। যার ফলে অনেকেই দুটি পরীক্ষার মধ্যে একটি দিতে পারবে না। উভয় পরীক্ষাই অনুষ্ঠিত হতে চলেছে ২ ফেব্রুয়ারি।

Advertisment

শ্রীমন্তি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, "ইতিমধ্যে ঘোষিত প্রবেশিকা পরীক্ষার তারিখ পরিবর্তন করা সম্ভব নয় বলে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে প্রবেশিকা পরীক্ষার সময় পরিবর্তন করলে বা দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীদের জন্য খানিক স্বস্তি হবে।"

শ্রীমন্তী জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে। চলবে দুপুর দুটো পর্যন্ত। অন্যদিকে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

Advertisment

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, "এই শেষ মুহূর্তে পরীক্ষার তরিখ পরিবর্তন করা কি ন্যায়সঙ্গত? এই বছর প্রায় ৯০,০০০ শিক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষার সময়সূচীতে কোনও ভাবেই পরিবর্তন করা যাবে না।"

কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় প্রথম স্থান গ্রহণ করেছে। ১৮ বছরের এই ছাত্রী দশম শ্রেণির পরে জেইই মেইনস-এর পড়াশোনা শুরু করে। “আমি প্রতিদিন জেইই মেইনেসের জন্য চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়েছি। ইনস্টিটিউটের পড়াশোনা এবং মক টেস্ট সিরিজ ছাড়াও, আমি প্রস্তুতির জন্য সেনগেজ সিরিজটি অনুসরণ করেছি ।”

জেইই অ্যাডভান্সড পরীক্ষা হবে ১৭ মে। শ্রীমন্তীর মতে এই পরীক্ষাটি সবচেয়ে কঠিন কারণ এটি জ্ঞানের চেয়েও পরীক্ষা নেয় শিক্ষার্থীদের ধারণার। তার কথায়, "যদিও বোর্ডের পরীক্ষা খুবই কাছাকাছি এসে গিয়েছে, তবুও আমি নিয়মিত জেইই অ্যাডভান্সেডের জন্য পড়াশোনা করছি।"

কলকাতার দক্ষিণ প্রান্তে ঢাকুরিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা শ্রীমন্তী। তার লক্ষ্য মুম্বইয়ের আইআইটি থেকে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার।

Read the full story in English 

Education