WBBSE 10th Result 2018: মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে এই দিন

পর্ষদের একটি সূত্রে খবর আগামী ৫ জুন সম্ভাব্য প্রকাশিত হবে West Bengal Madhyamik Result 2018। এছাড়া উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে ৮ জুন।

পর্ষদের একটি সূত্রে খবর আগামী ৫ জুন সম্ভাব্য প্রকাশিত হবে West Bengal Madhyamik Result 2018। এছাড়া উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে ৮ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
WBBSE to declare 10th results on this date

রেজাল্টের তারিখ ঘোষনা করল মধ্যশিক্ষা পর্ষদ।

অর্ণব মিত্র

Advertisment

West Bengal Madhyamik Result 2018 নিয়ে জল্পনার অবসান

গত দুদিন ধরেই মাধ্যমিকের ফলাফলের তারিখ নিয়ে রাজ্য জুড়ে নানা রটনা চলছিল । মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানা গিয়েছিল জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মা্ধ্যমিকের রেজাল্ট।তবে সূত্রের খবর সম্ভবত আগামী ৫ জুন প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল।

১০ জুনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফলও প্রকাশিত হবে।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৮ জুন প্রকাশিত হতে পারে।

Advertisment

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,০২,৯২১। রাজ্যের মোট ২৮১৯ টি সেন্টারে ১২ মার্চ থেকে ২১ মার্চ অবধি চলে মাধ্যমিক পরীক্ষা।

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in, এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও  ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

এবছর মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে সে নিয়ে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছিল। গতকাল কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে আজ, অর্থাৎ ২৯ মে, প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।

WBBSE madhyamik exam