scorecardresearch

মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের মধ্যে দিয়েই সামাজিক বার্তা, পর্ষদকে কুর্নিশ অভিভাবকদের

প্রশ্নপত্র নিয়ে কী বলছেন শিক্ষক্মহল?

madhyamik exam, madyamik exam 2023, madhyamik exam bengali exam
প্রথমদিনের পরীক্ষা কেমন হল… এক্সপ্রেস ফটো

বাংলা পরীক্ষার পর হাসিমুখেই হল থেকে বেড়িয়েছেন পড়ুয়ারা। অভিভাকদের দিকে এগিয়ে এসেছেন তাতে বিন্দুমাত্র কমতি ছিল না উচ্ছাসের। কেমন হয়েছে প্রশ্ন? পড়ুয়াদের অসুবিধে হয়ছে কিনা, নানান তথ্য উঠে আসে মাধ্যমিক পরীক্ষার পর। বছর দুয়েক পর আবারও পুরনো মেজাজে মাধ্যমিকের বাংলা পরীক্ষা। স্কুলের গেটে অভিভাবকদের ভিড়।

madhyamik exam, madyamik exam 2023, madhyamik exam bengali exam, bengali exam, মাধ্যামিক বাংলা প্রশ্ন, বাংলা প্রশ্ন মাধ্যমিক, এবারের বাংলা প্রশ্ন, madhyamik bengali question paper 2023
প্রথমদিনের পরীক্ষা কেমন হল… এক্সপ্রেস ফটোঃ

হিন্দু স্কুলে সিট পড়েছিল সংস্কৃতের। প্রথম ভাষা বাংলা। যতই বাংলা হোক না কেন, একটু তো প্যাচাল থাকবেই। বাংলা কিন্তু মোটেই সহজ নয়। যদিও বা পড়ুয়াদের মধ্যে যা প্রতিক্রিয়া, তা বলে দিচ্ছে সহজ এসেছে প্রশ্ন। বড় প্রশ্নও ছিল কমন। কিন্তু বাঁধ সেধেছে মাত্র দুটি জায়গা। অর্থাৎ রচনা বিভাগের প্রতিবেদন হিসেবে প্রশ্নে ছিল “সেলফি তুলতে গিয়ে বিপদ” – এই উত্তর গোছাতে গিয়ে অনেক পড়ুয়ারই কালঘাম ছুটেছে। সংস্কৃত স্কুলের এক পড়ুয়া বাইরে বেরিয়ে এসেই তাঁর মায়ের উদ্দেশ্যে বলে, প্রতিবেদনের উপসংহার লিখে উঠতে পারিনি। যদিও বা বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই প্রতিবেদন যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। কারণ, অল্প বয়সীদের এহেন আচরণের ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান বিপদ। কখনও নদীতে তলিয়ে যাওয়া আবার কখনও রেল দুর্ঘটনা, অন্ত নেই।

পড়ুয়াদের সাবধানতার কথা মাথায় রেখেই যে এক অনন্য প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে যথেষ্ট খুশি অভিভাবকরাও। তাঁদের কথায়, “এই যে গোটা বিষয়টা মাধ্যমিকের প্রশ্নে রাখা হয়েছে সেটা যথেষ্ট তাৎপর্যপুর্ন। এগুলো ওদের শেখানো দরকার”। প্রশ্নপত্র মোটামুটি সহজই এসেছে। ব্যাকরণের ক্ষেত্রেও ছাঁকা নম্বর পাওয়ার আশা রয়েছে পড়ুয়াদের। এক ছাত্র অভিজিৎ বর্মণের কথায়, “আমার তো কমন লেগেছে। যথেষ্ট ভাল প্রশ্ন হয়েছে। তবে হ্যাঁ, যারা একটু আসতে লেখে তাঁদের পক্ষে শেষ করাটা একটু অসুবিধা হতে পারে”।

madhyamik exam, madyamik exam 2023, madhyamik exam bengali exam, bengali exam, মাধ্যামিক বাংলা প্রশ্ন, বাংলা প্রশ্ন মাধ্যমিক, এবারের বাংলা প্রশ্ন, madhyamik bengali question paper 2023
প্রথমদিনের পরীক্ষা কেমন হল… এক্সপ্রেস ফটোঃ

শিক্ষকদের কেমন লেগেছে প্রশ্ন? এই প্রসঙ্গে, কুচবিহার বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষক উৎপল বাবু বলেন, “আমাদের তো দারুণ লেগেছে। ওরা যেভাবে আনন্দে পরীক্ষা দিয়েছে তাতে প্রশ্ন খারাপ হওয়ার কথাই না। আমি তো ওদের জিজ্ঞেস করলাম, কেমন হয়েছে? উত্তরে তো সকলের মুখে হাসিই দেখলাম। হ্যাঁ, একটা জায়গায় একটু অসুবিধা হতে পারে। প্রশ্নপত্রতে রচনার ক্ষেত্রে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই জায়গায় বর্তমান যুগ ও কুসংস্কার দিয়েছিল, এটা ওদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। বাকি অসুবিধা হওয়ার কথা নয়”।

madhyamik exam, madyamik exam 2023, madhyamik exam bengali exam, bengali exam, মাধ্যামিক বাংলা প্রশ্ন, বাংলা প্রশ্ন মাধ্যমিক, এবারের বাংলা প্রশ্ন, madhyamik bengali question paper 2023
প্রথমদিনের পরীক্ষা কেমন হল… এক্সপ্রেস ফটোঃ

আজ সবে শুরু। তবে, বাংলা প্রশ্নের কারণে হাসি ফুটেছে অনেক পড়ুয়াদেরই। আরেক ছাত্র, দ্বীপ্রহী বসুর কথায়, “বেশ কিছু কারেন্ট নিউজ অনুযায়ী প্রশ্ন এসেছিল, যেমন কিছুদিন আগেই প্লাস্টিক নিয়ে একটা তুলকালাম হল, সেরকম। এই বিষয় নিয়ে সংলাপ রচনা করতে গেলেও জানতে হয় গোটা বিষয়, তবেই লেখা যায়। তো, একজন ছাত্র জানে নাকি জানে না সেটা পরিষ্কার হয়ে যাবে শিক্ষকদের কাছে”।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Bengali question paper madhyamik 2023 questions on social issues